বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ। এ কুইজের বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার বই পুরস্কার। মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় আয়োজিত এ কুইজ আজ ২৩ অক্টোবর, বুধবার প্রকাশিত হয়েছে প্রথম আলোর ছাপা সংস্করণে।
চলতি বছর বিজ্ঞানচিন্তা আট পেরিয়ে পা রাখল নয় বছরে। যাঁদের জন্য এত দূর আসা, সেই পাঠকদের জন্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু বিশেষ আয়োজন করেছে বিজ্ঞানচিন্তা। এরকমই একটি আয়োজন এই লাখ টাকার বিজ্ঞান কুইজ। এটি সবার জন্য উন্মুক্ত।
এ কুইজের বিজয়ীদের জন্য রয়েছে লাখ টাকার পুরস্কার। বইয়ের চেয়ে ভালো পুরস্কার আর কী হতে পারে! তাই পুরস্কার হিসেবে প্রতিযোগীদের জন্য থাকছে ১ লাখ টাকার বই। মোট ১০৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে যথাক্রমে ২০ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকার বই। চতুর্থ পুরস্কার ৫ হাজার ও পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে ৩ হাজার টাকার বই। পাশাপাশি আরও ১০০ জনের প্রত্যেকে পাবেন ৫০০ টাকার বই পুরস্কার। এ ছাড়া বিজয়ী প্রত্যেকে পাবেন সনদপত্র।
গত ১৭ অক্টোবর কুইজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোর ছাপা সংস্করণে। কুইজের কুপনের নির্ধারিত অংশে লিখতে হবে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় সব তথ্য। পুরস্কার হিসেবে প্রতিযোগীদের জন্য থাকছে ১ লাখ টাকার বই। মোট ১০৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে।
কুইজে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ’ কুপনটি কেটে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তা কার্যালয়ে। উল্লেখ্য, এর আগেও গত ১৭ অক্টোবর কুইজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোর ছাপা সংস্করণে। কুইজের কুপনের নির্ধারিত অংশে লিখতে হবে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় সব তথ্য। এ সব তথ্য যথাযথভাবে না লেখা হলে কুপনটি গ্রহণযোগ্য হবে না। কুইজের বিজয়ী নির্বাচন করা হবে দৈবচয়নের ভিত্তিতে। তবে এ ক্ষেত্রে বিজ্ঞানচিন্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিজয়ীদের নাম প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তার নভেম্বর সংখ্যায়। পাশাপাশি বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।
এ ছাড়াও বিজ্ঞানচিন্তার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ ও বিজ্ঞানচিন্তা যৌথভাবে আয়োজন করছে আরেকটি বিজ্ঞান কুইজ। এই কুইজের বিজয়ী হয়ে জিতে নেওয়া যাবে লাখ টাকার টেলিস্কোপ। বিনামূল্যে এ কুইজে অংশ নিন এই লিংকে: bigganchinta.com/campaigns/science-quiz.html।
পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়েছে রকমারি-বিজ্ঞানচিন্তা কুইজ প্রতিযোগিতা। মোট ৩৩ জন বিজয়ীর মধ্যে এ পুরস্কার ভাগ করে দেওয়া হবে। বিজয়ী সবাইকে দেওয়া হবে সনদপত্র। এ কুইজটিও সবার জন্য উন্মক্ত। নিয়মানুসারে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য কাগজে লিখে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তা কার্যালয়ে।
এ ছাড়াও বাতিঘরের সহযোগিতায় বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে ‘প্রতিদিন কুইজ, প্রতিদিন পুরস্কার’ আয়োজিত হচ্ছে। প্রতিদিন একজন বিজয়ীকে দেওয়া হবে ১০০০ টাকা মূল্যের গিফট ভাউচার। এ কুইজে অংশ নিতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপে।