সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, বাংলাদেশ
বিজ্ঞান কুইজ
Science Quiz
of
Science Film Festival 2024 in Bangladesh
আয়োজনে
বাংলাদেশ ৬ষ্ঠ বারের মতো সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল উদযাপন করছে! গ্যোথে-ইন্সটিটিউট বাংলাদেশ এবং এর সহযোগী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে ১ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব আয়োজন করা হচ্ছে। এবছরের লক্ষ্য হচ্ছে ‘নেট জিরো এবং সার্কুলার ইকোনমি’। উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে ৬টি বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, যেন আরও বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারেন।
উৎসবের আকর্ষণ আরও বাড়ানোর জন্য গ্যোথে-ইন্সটিটিউট বাংলাদেশ এবং বিজ্ঞানচিন্তা যৌথভাবে আয়োজন করছে জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, বিজ্ঞান কুইজ’।
এই চলচ্চিত্রগুলো দেখুন এবং উত্তেজনাপূর্ণ কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিন!
**নোট:** কুইজের প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই সবগুলো চলচ্চিত্র দেখতে হবে! চলচ্চিত্রগুলো দেখতে রেজিস্ট্রেশন আবশ্যক।
SFF24-এর চলচ্চিত্রগুলোকুইজ প্রতিযোগিতা
বিষয়: বিজ্ঞান, প্রযুক্তি ও নির্বাচিত বিজ্ঞান চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয়
নিবন্ধন শুরু: ৭ অক্টোবর ২০২৪
কুইজ চলবে: ১২-২০ অক্টোবর ২০২৪
পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন
- ইন্টারনেট সংযোগ আছে, এমন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব) থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।
- প্রশ্ন প্রণয়ন করা হবে বাংলা ও ইংরেজিতে।
- প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য চারটি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে।
- কুইজে মোট ২০টি প্রশ্ন থাকবে। সময় ১৫ মিনিট।
- স্কোর একই হলে বিজয়ী নির্বাচনে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বনিম্ন সময় বিবেচনা করা হবে।
কুইজের জন্য বিশেষ সতর্কতা
- কুইজ শুরু করার পর শেষ না করা পর্যন্ত ব্রাউজারে অন্য কোনো ট্যাব ওপেন করা যাবে না। মানে, কুইজ চলাকালীন ব্রাউজারে কুইজের ট্যাব থেকে অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না এবং ব্রাউজার বা ট্যাব মিনিমাইজ করা যাবে না।
- যদি কেউ স্ক্রিন থেকে সরে যায় বা অন্য কোনো ট্যাব ওপেন করে, সে ক্ষেত্রে কুইজ ফরমটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।
- একজন একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। কেউ যদি একাধিকবার কুইজে অংশ নেন অথবা কোনো অসদুপায় অবলম্বন করেন, তবে তার ফলাফল বাতিল করা হবে।
- সঠিক ইন্টারনেট সংযোগ সহ একটি ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট)
অংশগ্রহণ পদ্ধতি
- নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। এই ফরমে গিয়ে প্রথমেই আপনার দরকারি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
- এরপর হোম পেজ থেকে নির্দিষ্ট বাটনে ক্লিক করে প্রতিযোগিতা চলাকালে যেকোনো সময় কুইজে অংশগ্রহণ করা যাবে।
ক্যাটাগরি
- লেভেল ১: ১৩ থেকে ১৮ বছর বয়সীরা (৭ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা)
- লেভেল ২: ১৯ থেকে ২৪ বছর বয়সীরা (বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা)
প্রাথমিক ফলাফল ঘোষণা
বিজ্ঞানচিন্তা ও গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। এতে কুইজ প্রতিযোগিতায় সেরা ১০০ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই বিজয়ীরা কুইজের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।
চূড়ান্ত পর্ব
চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২ নভেম্বর ২০২৪, শনিবার। সে দিন প্রথম ধাপে একটি লিখিত কুইজ ও দ্বিতীয় ধাপে মৌখিক কুইজ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। এ অনুষ্ঠানে রাজধানী ঢাকায় আমন্ত্রণ জানানো হবে অনলাইন পর্বে বিজয়ী ১০০ জনকে। সে অনুযায়ী সেরা ১০ জনকে নির্বাচন করা হবে। চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ, সময় এবং স্থান বিজ্ঞানচিন্তা ও গ্যোথে-ইনস্টিটিউট বাংলাদেশের ওয়েবসাইটে ঘোষণা করা হবে হবে।
পুরস্কার
সেরাদের সেরা
একটি টেলিস্কোপ
১ম, ২য় ও ৩য় পুরস্কার
গ্র্যান্ড প্রাইজ, সায়েন্স কিট ও সার্টিফিকেট
পরবর্তী ১৭ জন পাবে
সায়েন্স কিট ও সার্টিফিকেট
বিজয়ী সেরা ১০০ জন পাবে
গ্যোথে গুডিজ
গ্যোথে-ইনস্টিটিউট ফ্রি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড
পার্টনার: