বাতাস

অলংকরণ: এসএম রাকিবুর রহমান

গরম গরম, অনেক গরম বাতাস আছে থেমে

গায়ের কাপড় পুরোই ভেজা দরদরিয়ে ঘেমে।

এমনি বাতাস থেমে থাকে? এমনি বাতাস বহে!

কারণ ছাড়াই বইবে বাতাস? বাতাস তেমন নহে।

বইবে বাতাস বইবে বাতাস তাপে এবং চাপে

দেখব গাছের পাতাগুলো তিরতিরিয়ে কাঁপে।

পৃথিবীটা ঘুরতে থাকে সূর্যের চারদিকে

তাপমাত্রার ভিন্নতা তাই, রাখতে পারো লিখে!

কোনোখানে উষ্ণতা কম, বাড়তি কোনোখানে

মাথা খাটাও, বুঝবে তবেই পার্থক্যের মানে।

তাপ বাড়লে চাপ বেড়ে যায়, চাপটা বাড়ার ফলে

গরম বাতাস যোগ দিয়ে দেয় ঊর্ধ্বমুখী দলে।

গরম বাতাস হালকা হয়ে ঊর্ধ্বপানে ছোটে

শূন্যস্থান ভরতে তখন ঠান্ডা বাতাস জোটে।

ঠান্ডা বাতাস ছুটে আসে, হালকা ছোটার গতি

গায়ে মধুর পরশ বোলায়, শান্তি লাগে অতি।

আয় রে বাতাস, না থেমে তুই করবি শুরু চলা

বাতাস বাতাস মিষ্টি বাতাস অনেক ছলাকলা।

থমকে থাকা বাতাস রে দ্যাখ দরদরিয়ে ঘামি!

বাতাস বওয়ার অপেক্ষাতে ঠায় দাঁড়িয়ে আমি।