বাদুড় ঘুমায় বিশ ঘণ্টা, সিংহ তেরো, গড়ে
আঠারোটি ঘণ্টা ধরে ঘুমায় অজগরে।
বাঘরা ঘুমায় ঘণ্টা ষোলো, খরগোশেরা বারো
ঘুমের সময় এদের কেউই ধার ধারে না কারো।
আমিও ভাই ওদের মতো ঘুমাই সুযোগ পেলে
ঘুম ভাঙে না খুব সহজে, ওঠাতে হয় ঠেলে।
একটু বেশি ঘুমাই বলে বাসার লোকে বকে
বুঝবে তারা? ঘুম কী জিনিস! ঘুমায় না কেউ শখে!
কর্মবীরই ঘুমায় বেশি, ঘুম ওদেরই চেনে
অনেক রকম ভাবনা ভাবে, চাপ পড়ে যায় ব্রেনে।
কিংবা কাজে পিষ্ট হয়ে শরীর যখন কাঁদে
তখনই না ঘুমুতে যাই ক্লান্তি, অবসাদে।
ঘুমের ভেতর চোখের পাতা যখন নড়ে দ্রুত
নানান রকম স্বপ্ন এসে মগজে দেয় গুঁতো।
ভেবে দেখো ঘুম ছাড়া এই স্বপ্ন কোথায় পাব!
বোকাসোকা লোকজনেরাই ঘুমকে পচা ভাবো।
বেশি ঘুমায় যারা, তাদের জীবনে কম ঝুঁকি
এই যে দেখো ফ্রেশ ঘুমিয়ে আমি কেমন সুখী!
ঘুমকে যারা খারাপ বলো প্রশ্ন তাদের করি
ঘুম না এলে কী কারণে খাও হে ঘুমের বড়ি?