শিলাবৃষ্টি

সাদা পাথর মেঘের কণা আকাশে হয় সৃষ্টি,

ঝড়ের মতো নামতে থাকে সঙ্গে থাকে বৃষ্টি।

এরাই শিলা টুকরো টুকরো বরফ

ঘাসের ওপর ছড়িয়ে দিল সাদা রঙের হরফ।

শিলা শক্ত পাথরসম শিলা মেঘের পোষ্য।

যখন ঝরে নষ্ট করে বৃক্ষরাজি শস্য

মিষ্টি মিষ্টি শিলাবৃষ্টি লয়ের,

কিন্তু শিলার আঘাত আবার সবার জন্য ভয়ের।

পড়তে পড়তে তুলছে শিলাবৃষ্টি ধারায় ছন্দ,

একদিকে সে দারুণ মজার অন্যদিকে মন্দ।

কেমন করে এমন শিলার পতন

শুভ্র সাদা টুকরো টুকরো ন্যাপথলিনের মতোন।

বাতাস যখন ভীষণ তপ্ত যাচ্ছে দ্রুত ঊর্ধ্বে,

শীতল বাতাস নিম্নমুখী, যাচ্ছে যেন যুদ্ধে,

শীতল পানি বায়ুর মিলন ঘটন,

টুকরো টুকরো মেঘের কণা বরফ হচ্ছে গঠন।

এই কণা যেই হচ্ছে বড়, বাড়ছে ওজন আকার,

বাতাস হারায় শক্তি তাকে সঙ্গে ধরে রাখার।

মাটির দিকে মেঘের কণা তখন,

ঝাঁকে ঝাঁকে নামতে থাকে বৃষ্টি ঝরার মতোন।

সঙ্গে শিলা, বৃষ্টি নামে, বলছি শিলাবৃষ্টি,

একটু ভয়ের, একটু মজার, বৃষ্টি তবু মিষ্টি।