কতক্ষণ পরপর কম্পিউটার রিস্টার্ট দিতে হয়

কবিরের নতুন কম্পিউটার হঠাৎ সমস্যা করছে। সে যথারীতি তার ‘আইটি বিশেষজ্ঞ’ বন্ধু ইকবালকে ফোন দিল। সমস্যা শুনেই ইকবাল বলল কম্পিউটার রিস্টার্ট দিতে। এরপর যতবার সে বন্ধুকে ফোন দিয়েছে এমন সমস্যায়, প্রতিবারই এক সমাধান—রিস্টার্ট।

দৃশ্যটি কাল্পনিক। তবে কম্পিউটারের নানা সমস্যা সমাধানে রিস্টার্ট দেওয়ার কথা প্রায়ই শোনা যায়। কম্পিউটার হঠাৎ ধীর হয়ে গেলে বা হ্যাং করলে (মানে, নিশ্চল হয়ে পড়লে) আপনিও নিশ্চয়ই রিস্টার্ট দিয়েছেন। রিস্টার্টের পর অনেক ক্ষেত্রেই সমস্যা সমাধান হয়ে যায়। তাহলে প্রশ্ন আসে, এমনিতে কম্পিউটার চালানোর সময় কি রিস্টার্ট বা শাটডাউন দেওয়ার প্রয়োজন আছে? থাকলে কতক্ষণ পরপর?

কম্পিউটারবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিগত কম্পিউটার (পার্সোনাল কম্পিউটার বা পিসি) নির্দিষ্ট সময় পরপর রিস্টার্ট দেওয়া ভালো। কতক্ষণ পরপর রিস্টার্ট দেওয়া উচিত, তা নির্ভর করে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করছেন, তার ওপর। আর অপারেটিং সিস্টেমের ওপর।

যেমন উইন্ডোজ-চালিত একটি কম্পিউটারকে সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট দেওয়া বা শাটডাউন করে আবার চালু করা উচিত। এমনটাই বলছেন মার্কিন কম্পিউটারবিজ্ঞানী ও লেখক পিটার বেন্টলি। তাঁর মতে, কম্পিউটার শাটডাউন করে আবার চালু করার চেয়ে রিস্টার্ট দেওয়া বেশি কার্যকর। এতে ‘ফাস্ট স্টার্টআপ’-এর মাধ্যমে কম্পিউটারের চলমান সব প্রোগ্রাম ও প্রসেস বন্ধ হয়ে যায়। পরিষ্কার হয় অপ্রয়োজনীয় সব ফাইল বা জাংক ফাইল।

আরও পড়ুন
আবার ঘনঘন রিস্টার্ট দেওয়া যাবে না যখন-তখন। কারণ, দিনে বেশ কয়েকবার করে পাওয়ার অন-অফ করলে কম্পিউটারের আয়ু কমে যায়।

অন্যদিকে ম্যাক (পূর্ণরূপ ম্যাকিনটশ) ওএস-চালিত অ্যাপলের কম্পিউটারগুলো বেশ স্থিতিশীল। সিস্টেম ইনস্টল বা আপগ্রেডের সময় ছাড়া অন্যসময় রিস্টার্ট দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। লিনাক্স-চালিত কম্পিউটার মাসে দুই-একবার রিস্টার্ট দেওয়া উচিত বলে মনে করেন এ কম্পিউটারবিজ্ঞানী।

রিস্টার্টের একটা বড় সুবিধা হলো, এর মাধ্যমে কম্পিউটারের মেমোরি থেকে অপ্রয়োজনীয় তথ্য বা ক্যাশ ডেটা মুছে যায়। এসব অপ্রয়োজনীয় ডেটার কারণে বেশির ভাগ সময় কম্পিউটার স্লো বা ধীর হয়ে যায় কিংবা হ্যাং করে। সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করে না। আগে যেমনটা বলেছি, এসব ক্ষেত্রে রিস্টার্ট বেশ ভালো সমাধান।

তাই বলে আবার ঘনঘন রিস্টার্ট দেওয়া যাবে না যখন-তখন। কারণ, দিনে বেশ কয়েকবার করে পাওয়ার অন-অফ করলে কম্পিউটারের আয়ু কমে যায়। আর হ্যাঁ, রিস্টার্টের এই পুরো বিষয়টি ব্যক্তিগত কম্পিউটার বা পিসির জন্য প্রযোজ্য। সার্ভার কম্পিউটার অথবা সুপার কম্পিউটারের জন্য রয়েছে ভিন্ন ব্যবস্থা আছে। সেটা অন্য আলোচনা, অন্য কোনোদিন না হয় বলা যাবে।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা

সূত্র: সায়েন্স ফোকাস