প্রায় দুই দশক চলার পর বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ। ব্যবহারকারীরা ৫ মে থেকে আর ব্যবহার করতে পারবেন না এই যোগাযোগমাধ্যম। এমন ঘোষণা দিয়েছে স্কাইপের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন। তারা নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে ব্যবহারকারীদের জন্য। স্কাইপ তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে ও যুক্ত থাকতে চাইলে মাইক্রোসফট টিমে সাইন ইন করতে হবে। স্কাইপের সব অ্যাকাউন্ট ও চ্যাট মাইক্সোসফট টিমে স্থানন্তর করা হবে।
২০০৩ সালে চালু হয় স্কাইপ। ২০১১ সালে মাইক্রোসফট সাড়ে ৮ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয়। তখন এটা জনপ্রিয়তার দিক থেকে গুগল এবং ফেসবুককে ছাড়িয়ে যায়। স্কাইপের ব্যবহারকারী ছিল প্রায় ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি। শুরু থেকেই সারা বিশ্বের মানুষের কাছে কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে ভয়েস কল করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে স্কাইপ। তবে স্কাইপের দেওয়া সুবিধাগুলো অন্য কোম্পানিও দেওয়া শুরু করে। করোনা অতিমারি চলাকালীন সময়ে এর ব্যবহারকারী কমে নেমে আসে ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লাখে। পরে ধীরে ধীরে জনপ্রিয়তা আরও কমে যায় স্কাইপের।
ইতিমধ্যেই মাইক্রোসফট টিম ব্যবহার করতে শুরু করেছে লাখ লাখ মানুষ। গত দুই বছরে টিমের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪ গুণ। মাইক্রোসফট টিম জানিয়েছে, আগামীতে স্কাইপ ব্যবহারকারীরা বিনামূল্যে মাইক্রোসফট টিমে সাইন ইন করতে পারবে।
স্কাইপ কেনার ১৪ বছর পরে এটা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। বছরের পর বছর মাইক্রোসফট স্কাইপকে আরও উন্নত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ব্যবহারকারীদের কাছে এটা আর জনপ্রিয় হয়নি। ২০১৭ সাল থেকে মাইক্রোসফট স্কাইপের পাশাপাশি চালু করে মাইক্রোসফট টিম। ২৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট জানিয়েছে, ‘আমরা এমন একটা যাত্রার অংশ হতে পেরে সম্মানিত। স্কাইপ আধুনিক যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।’
ইতিমধ্যেই মাইক্রোসফট টিম ব্যবহার করতে শুরু করেছে লাখ লাখ মানুষ। গত দুই বছরে টিমের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪ গুণ। মাইক্রোসফট টিম জানিয়েছে, আগামীতে স্কাইপ ব্যবহারকারীরা বিনামূল্যে মাইক্রোসফট টিমে সাইন ইন করতে পারবে। এখন থেকে টিমের একটা অংশ স্কাইপ। ব্যবহারকারীরা স্কাইপ অ্যাকাউন্ট দিয়ে টিমে লগ ইন করলে তাদের স্কাইপ চ্যাট এবং কন্টাক্ট স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে চলে আসবে। এই ট্রানজিশন সময়কালে টিম ব্যবহারকারীরা স্কাইপ ব্যবহারকারীদের সঙ্গে কল এবং চ্যাট করতে পারবে। স্কাইপ ব্যবহারকারীরা টিম ব্যবহারকারীদের মতো একই ফিচার ব্যবহার করতে পারবে। তবে ৫ মে থেকে আর ব্যবহার করা যাবে না এককালের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ।