মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর আয়ু ফুরিয়ে এসেছে। এ বছরের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০-এর আর কোনো সাপোর্ট ও বিনামূল্যে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না। মাইক্রোসফটের উইন্ডোজ ব্লগে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীদের প্রায় ৭০ শতাংশের বেশি মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। এ ছাড়াও সার্ভার কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে অনেক জায়গায় উইন্ডোজ ব্যবহার করা হয়। সংখ্যার হিসেবে পৃথিবীর প্রায় দেড় শ কোটির বেশি কম্পিউটার পরিচালিত হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে।
২০২১ সালে বাজারে আসে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম—উইন্ডোজ ১১। এর আগে উইন্ডোজ ১০-ই ছিল মানুষের আগ্রহের শীর্ষে। ফলাফল: ২০২৪ সালেও মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ ১০। জার্মানিভিত্তিক আন্তর্জাতিক ডেটা গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুসারে, প্রায় ৬০ শতাংশ মানুষ এখনো উইন্ডোজ ১০ ব্যবহার করছেন।
২০২৪ সালের শেষে করা এক জরিপে দেখা যায়, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী প্রায় ৬৩ শতাংশ মানুষ উইন্ডোজ ১০ ব্যবহার করেন, যেখানে উইন্ডোজ ১১ ব্যবহার করেন মাত্র ৩৪ শতাংশ মানুষ।
অক্টোবরে উইন্ডোজ ১০-এ বিনামূল্যে সিকিউরিটি আপডেট ও গ্রাহক সেবা বন্ধ হলেও ব্যবহারকারীরা আরও একবছরের জন্য সিকিউরিটি আপডেট নিতে পারবেন। তবে সে জন্য ব্যাক্তিগত ব্যবহারকারীদের অতিরিক্ত ৩০ মার্কিন ডলার খরচ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি আরও ব্যায়বহুল হতে পারে।
বর্তমানে কম্পিটারের অপারেটিং সিস্টেম বা যেকোনো সফটওয়্যারের জন্য সিকিউরিটি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আপডেটের কারণে সাইবার হামলার ঝুঁকি কমে। কারণ, ইন্টারনেট থেকে নিত্যনতুন ভাইরাস বা ম্যালওয়্যার যেন সিস্টেমে প্রবেশ করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয় এসব সিকিউরিটি আপডেট।
তবে সিকিউরিটি আপডেট বা গ্রাহক সেবা ছাড়াও অপারেটিং সিস্টেম চালানো যায়। বর্তমানে অনেকেই এভাবে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ৭ ব্যবহার করছেন। এ ক্ষেত্রে অবশ্য কম্পিউটার ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে থাকে। তবে স্বাভাবিক অবস্থায় এ কারণে অপারেটিং সিস্টেম ব্যবহারে কোনো অসুবিধা হয় না। চলতি বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে উইন্ডোজ ১০-এর অবস্থা হবে উইন্ডোজ ৭-এর মতো।
অক্টোবরে উইন্ডোজ ১০-এ বিনামূল্যে সিকিউরিটি আপডেট ও গ্রাহক সেবা বন্ধ হলেও ব্যবহারকারীরা আরও একবছরের জন্য সিকিউরিটি আপডেট নিতে পারবেন।
যাই হোক, বেশ আগে থেকেই বিপুল সংখ্যক ব্যবহারকারীকে উইন্ডোজ ১১ ব্যবহার করতে উৎসাহিত করছে মাইক্রোসফট। সমস্যা হলো, সব কম্পিউটারের হার্ডওয়্যার উইন্ডোজ ১১ ব্যবহারে সক্ষম নয়। সে জন্য কম্পিউটারের হার্ডওয়্যার আপডেট করতে হবে। যে কারণে অনেকে উইন্ডোজ ১১ ব্যবহার করতে চাইলেও তা পারছেন না।
২০২৪ সালের শেষে করা এক জরিপে দেখা যায়, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী প্রায় ৬৩ শতাংশ মানুষ উইন্ডোজ ১০ ব্যবহার করেন, যেখানে উইন্ডোজ ১১ ব্যবহার করেন মাত্র ৩৪ শতাংশ মানুষ। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এত বড় সংখ্যক ব্যবহারকারী থাকায় মাইক্রোসফট ভবিষ্যতে আরও আপডেট বা সেবা ঘোষণা করতে পারে। তবে মাইক্রোসফটের ভাষ্যমতে সে রকম কোনো সম্ভাবনা আপাতত নেই।