জেমস ওয়েবের বর্ষপূর্তিতে নতুন ছবি

জেমস ওয়েব টেলিস্কোপ কাজ শুরুর পর পেরিয়ে গেছে এক বছর। ইতিমধ্যেই এ নভোদুরবিনটি মহাবিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এক বছর পূর্তি উপলক্ষ্যে নাসা জেমস ওয়েব নভোদুরবিনে তোলা অসাধারণ এক ছবি উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। সেই ছবিটির পাশাপাশি চলুন দেখে নিই জেমস ওয়েবের তোলা দারুণ কিছু ছবি

ছবি: নাসা, ইসা, সিসা

জেমস ওয়েব টেলিস্কোপ কাজ শুরুর পর পেরিয়ে গেছে এক বছর। ইতিমধ্যেই এ নভোদুরবিনটি মহাবিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এক বছর পূর্তি উপলক্ষ্যে নাসা জেমস ওয়েব নভোদুরবিনে তোলা অসাধারণ এক ছবি উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য।

নতুন ছবিটিতে দেখা যাচ্ছে পৃথিবী থেকে ৩৯০ আলোকবর্ষ দূরে রো ওফিউচি নামে নক্ষত্রের একটি আঁতুড়ঘর। এর অবস্থান ওফিউচাস তারামণ্ডলীতে। ঘন মেঘে মোড়া এ ছবিতে মূলত ধূলো ও গ্যাসসমৃদ্ধ দুটো অঞ্চল রয়েছে। দুটোই নক্ষত্রজন্মের কারখানা।

নক্ষত্রের আঁতুড়ঘর রো ওফিউচি, জেমস ওয়েবের বর্ষপূর্তিতে উন্মুক্ত করেছে নাসা
ছবি: নাসা, ইসা, সিসা

ছবিতে দেখা যাচ্ছে জন্মের খানিক পরের ৫০টি শিশু নক্ষত্র। প্রতিটি আকারে সূর্যের মতো। কোনো কোনোটিতে আদিগ্রহীয় বলয় দেখা যাচ্ছে। অর্থাৎ কালের আবর্তে এ থেকে পাথুরে গ্রহ তৈরি হবে।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে জেমস ওয়েব প্রকল্পের জ্যেষ্ঠ বিজ্ঞানী জেন রিগবি। তিনি বলেন, ‘এই এক বছরে আমরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি এ নভোদুরবিনটি কতটা শক্তিশালী। দারুণ সব ছবি ও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য এটি আমাদের দিয়েছে।’ তবে এটা কেবল শুরু। জেমস ওয়েব আরও অন্তত এক দশক কাজ করবে, হয়তো আরও বেশি। রিগবি জানান, দ্বিতীয় বর্ষের জন্য তাঁরা আরও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ঠিক করেছেন। তিনি বলেন, ‘ওয়েবের বৈজ্ঞানিক অভিযাত্রা কেবল শুরু হলো!’

জেমস ওয়েব নভোদুরবিন
ছবি: নাসা

এ ছবির পাশাপাশি চলুন দেখে নেওয়া যাক গত এক বছরে জেমস ওয়েবের তোলা অসাধারণ কিছু ছবি।

১ / ১০
স্ম্যাকস ০৭২৩ (SMACS 0723): এটি ওয়েবের তোলা প্রথম প্রকাশিত ছবি। পৃথিবী থেকে প্রায় ৪ বিলিয়ন আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে এর কেন্দ্রে। নাম, স্ম্যাকস ০৭২৩। গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের কারণে স্ম্যাকস ০৭২৩–এর চারপাশে ১৩ বিলিয়ন বছরের বেশি পুরোনো মহাবিশ্বের গ্যালাক্সি ও বিভিন্ন বস্তু দেখা যাচ্ছে এ ছবিতে। অবশ্য আমাদের গ্যালাক্সির কিছু তারাও দেখা যাচ্ছে। কিন্তু ছবিটির বিশেষত্ব বহুদূরের সেই গ্যালাক্সিগুলো। যে গ্যালাক্সিগুলো যত কাছের, ছবিতে সেগুলোকে তত কম লালচে দেখাচ্ছে। বর্ণিল এ ছবিটি তুলতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সময় লেগেছে প্রায় সাড়ে ১২ ঘণ্টা। ১২ জুলাই ছবিটি প্রকাশিত হয়।ছবি: নাসা, ইসা, সিসা
আরও পড়ুন
আরও পড়ুন