সূর্য কত বড়

পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য। সৌরঅধিপতি। সৌরজগতের সবচেয়ে বড় বস্তু। ব্যাস প্রায় ১৩ লাখ ৯২ হাজার কিলোমিটার। পৃথিবীর ব্যাসের ১০৯ গুণ। কিন্তু শুধু এই সংখ্যা দিয়ে সূর্যের বিশালত্ব পুরোপুরি বোঝা যায় না। এটা বুঝতে হলে সৌরজগতের অন্যান্য গ্রহদের সঙ্গে তুলনা করে দেখতে হবে। পাশাপাশি তুলনা করতে হবে সৌরজগতের বাইরে গিয়েও। কারণ, সূর্যের চেয়ে বড় বস্তুও তো আছে মহাবিশ্বে। চলুন, সে সব জেনে নেওয়া যাক।   

  • বুধ: বুধ গ্রহের তুলনায় সূর্য ২২৭ গুণ বড়। ২ কোটি ১০ লাখ বুধ গ্রহ এঁটে যাবে সূর্যের ভেতরে।

  • শুক্র: ১১৫ গুণ বড় শুক্র গ্রহের তুলনায়। সূর্যের ভেতরে প্রায় ১৫ লাখ শুক্র আকারের গ্রহ আঁটানো যাবে।

  • পৃথিবী: পৃথিবীর তুলনায় সূর্য ১০৯ গুণ বড়। পৃথিবীর আকারের ১৩ লাখ গ্রহ সূর্যে এঁটে যাবে।

  • মঙ্গল: মঙ্গলগ্রহের তুলনায় ২০৭ গুণ বড় সূর্য। প্রায় ৭০ লাখ মঙ্গল এঁটে সাবে সূর্যের ভেতরে।

  • বৃহস্পতি: সূর্যের চেয়ে ১১ গুণ ছোটএ গ্রহটি। এই আকারের হাজার খানেক গ্রহ এঁটে যাবে সূর্যে।

  • শনি: শনির চেয়ে ১২ গুণ বড় সূর্য। এতে প্রায় ১ হাজার ৬০০ শনি গ্রহ আঁটানো যাবে।

  • নেপচুন: সূর্য নেপচুনের তুলনায় ২৭.৭ গুণ বড়। ২১ হাজার নেপচুন আকারের গ্রহ আঁটবে সূর্যে।

  • ইউরেনাস: ইউরেনাস প্রায় ২৭.৪ গুণ ছোট। ২২ হাজার ইউরেনাস আটকে ফেলা যাবে সূর্যে।

  • প্লুটো (বামন গ্রহ): এই বামন গ্রহটি সূর্যের চেয়ে ৫৮৫ গুণ ছোট। সূর্যের ভেতরে প্রায় ২০ কোটি প্লুটো আকারের গ্রহ এঁটে যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর সঙ্গে তুলনা করলে বোঝা যায়, সূর্য কতটা বড়। কিন্তু সূর্যের চেয়ে বড় বস্তুও মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছে। কারণ, সূর্য একটি জি-টাইপ মাঝারি ধরনের নক্ষত্র। হলুদ বামন। লাল নক্ষত্রগুলো এর চেয়ে অনেক বড় হয়। কিন্তু কতটা? সূর্যের চেয়ে কতটা বড় নক্ষত্র মহাবিশ্বে আছে, একনজরে দেখে নেওয়া যাক।

  • আলদেবরান: বাংলা নাম রোহিণী। এই লাল দানব সূর্য থেকে ৬৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সূর্যের চেয়ে ৪৪ গুণ বড় এবং ৪০০ গুণ বেশি উজ্জ্বল। এই নক্ষত্রের ভেতরে এঁটে যাবে ৮৬ হাজার ৩৫০টি সূর্য আকারের নক্ষত্র।

  • রাইজেল: বাংলা নাম বাণরাজা। এটি একটি নীল দানব নক্ষত্র। রয়েছে সূর্য থেকে ৮৬৪.৩ আলোকবর্ষ দূরে। এই নক্ষত্রের তুলনায় সূর্য ৭৫ গুণ ছোট। নক্ষত্রটি সূর্যের তুলনায় ১ লাখ গুণ উজ্জ্বল। রাইজেলের ভেতরে ৪ লাখ ৭৪ হাজার ৫৫২টি সূর্যকে আঁটানো যাবে।

  • আন্তারেস: লাল দানবীয় নক্ষত্র আন্তারেস। সূর্য থেকে ৫৫৫.৫ আলোকবর্ষ দূরের এই নক্ষত্রটি ৬৮৫ গুণ বড় এবং ১০ হাজার গুণ উজ্জ্বল।

  • বিটলজুস: বাংলা নাম আর্দ্রা। এই লাল নক্ষত্রটি ৬৪২.৫ আলকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের তুলনায় ১ হাজার ৪০০ গুণ বড় ও ১ লাখ গুণ উজ্জ্বল। প্রায় সাড়ে ১০ লাখ সূর্য এঁটে যাবে এ নক্ষত্রে।

  • ভিওয়াই ক্যানিস মেজরিস: এটি একটি লাল অতি অতিদানব নক্ষত্র বা হাইপারজায়ান্ট স্টার। সূর্য থেকে ৩ হাজার ৯০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ২ লাখ ৭০ হাজার গুণ উজ্জ্বল এই নক্ষত্রটি সূর্যের চেয়ে ১ হাজার ৪২০ গুণ বড়। এর ভেতরে এঁটে যাবে সূর্যের সমান প্রায় ৩২০ কোটি নক্ষত্র।

  • ইউওয়াই স্কুটি: এই লাল অতিদানব নক্ষত্র পৃথিবী থেকে ৫ হাজার ২১৯ আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ গুণ বড় এবং ৩ লাখ ৪০ হাজার গুণ বেশি আলোকিত। প্রায় ৫০০ কোটি সূর্য  আকারের নক্ষত্র এঁটে যাবে এর ভেতরে।

  • স্টিফেনসন ২-১৮: সূর্য থেকে ২০ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই লাল অতিদানব নক্ষত্রটি। সূর্যের চেয়ে ২ হাজার ১৫০ গুণ বড় এবং ৪ লাখ ৪০ হাজার গুণ উজ্জ্বল। মোটামুটি ১০০ কোটি সূর্য আকারের নক্ষত্র তো আঁটবেই এর ভেতরে অনায়াসে।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা

সূত্র: স্টারলাস্ট ডট ওআরজি

সৌরজগতের আদ্যপান্ত

সূর্য পরিচয়

সূর্যে এঁটে যাবে ১৩ লাখ পৃথিবী!