আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তৈরি হয়েছে ক্ষত

আন্তর্জাতিক স্পেস স্টেশনছবি: ইসা

সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনের রুশ মডিউল ‘নাউকা’তে একটি ক্ষত তৈরি হয়েছে। তবে এতে মহাকাশ স্টেশনে থাকা ক্রুদের কোনো ক্ষতি হয়নি। ৯ অক্টোবর, সোমবার এক ব্লগবার্তায় এ কথা জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সেদিন স্থানীয় সময় বেলা ১টার দিকে নাসা ফ্লাইট কন্ট্রোলার থেকে দেখা যায়, নাউকা মডিউলের পাশে হিমায়িত শীতক পদার্থের টুকরো ভেসে বেড়াচ্ছে। মহাকাশ স্টেশনের বাইরে বসানো ক্যামেরায় বিষয়টি দেখেন তাঁরা। পর্যবেক্ষণের পর মহাকাশ স্টেশনে থাকা ক্রুরা ছিদ্রের বিষয়টি নিশ্চিত করেন।

নাসার ব্লগবার্তায় আরও বলা হয়, ফ্লাইট কন্ট্রোল টিম মহাকাশ স্টেশনে থাকা ক্রুদের সম্ভাব্য ছিদ্র সম্পর্কে জানায়। পরে ক্যাপুলা মডিউলের জানালায় শীতক পদার্থের টুকরাটির অস্তিত্ব নিশ্চিত করেন নাসার নভোচারী জেসমিন মোগবেলি। এরপর সতর্কতা হিসেবে মার্কিন অংশের জানালা পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

২০২১ সালে মডিউলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। মডিউলটির ব্যাকআপ রেডিয়েটর অবশ্য এর অনেক আগে, ২০১০ সালে কক্ষপথে পৌঁছে গিয়েছিল।

রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস নিশ্চিত করে, ব্যাকআপ রেডিয়েটর থেকে ছিদ্রটি তৈরি হয়েছে। মডিউলের বাইরে রেডিয়েটরটি লাগানো রয়েছে। রুশ এ মডিউলটি মূলত একটি বহুমুখী গবেষণাগার। রুশ শব্দ ‘নাউকা’ অর্থ বিজ্ঞান। ২০২১ সালে মডিউলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। মডিউলটির ব্যাকআপ রেডিয়েটর অবশ্য এর অনেক আগে, ২০১০ সালে কক্ষপথে পৌঁছে গিয়েছিল। যুক্ত ছিল মহাকাশ স্টেশনের সঙ্গে। এ বছর এপ্রিলে স্পেস ওয়াক করে নভোচারীরা ব্যাকআপ রেডিয়েটরটি মডিউলের সঙ্গে যুক্ত করেন। মডিউলটির প্রধান রেডিয়েটর পুরোপুরি ঠিকভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছে স্পেস এজেন্সিটি। মডিউলে কোনো অতিরিক্ত তাপ নেই। রুশ নভোচারীরা নিরাপদে আছেন।

এই ছিদ্র থেকে বোঝা যাচ্ছে, স্পেস স্টেশন, বিশেষ করে রুশ অংশটি বয়সের কারণে ভঙ্গুর হয়ে পড়েছে। নাসার পক্ষ থেকে জানা গেছে, স্পেস স্টেশনের ক্ষত হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে মেরামতের চেষ্টাও করা হবে।

সূত্র: নাসা, আইএফএলসায়েন্স