কসমোলজি শব্দটি যেভাবে পেলাম

নতুন কিছু আলাদাভাবে চিহ্নিত করাসহ নানা কারণেই নাম দিতে হয়। বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রেও কথাটি সত্য। এসব নামের পেছনেও লুকিয়ে থাকে মজার ইতিহাস

গ্রিক শব্দ কসমস (kosmos) ও লজিয়া (logia) একত্র হয়ে কসমোলজি শব্দটি গঠিত হয়েছে। কসমস অর্থ মহাবিশ্ব ও লজিয়া অর্থ জ্ঞান। মহাবিশ্বের জন্ম, বিবর্তন ও শেষ পরিণতি নিয়ে বিজ্ঞানের যে শাখায় গবেষণা করা হয়, তাকেই বলে কসমোলজি বা বিশ্বসৃষ্টিতত্ত্ব। শব্দটি ইংরেজিতে প্রথম ব্যবহৃত হয়েছিল ১৬৫৬ সালে।