মহাবিশ্বে কত গ্যালাক্সি আছে

মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে

মহাবিশ্বের ছোট্ট একটি অংশের ছবি তুলতে দীর্ঘ সময় ব্যয় করেছিল হাবল স্পেস টেলিস্কোপ। এই সময়ের মধ্যে দৃশ্যমান মহাবিশ্বের খুব সামান্য অংশেরই ছবি তুলতে পেরেছিল টেলিস্কোপটি। এ ছোট অংশের মধ্যেই ১০ হাজার গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে। হাবলের পর্যবেক্ষণ থেকে জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, পুরো মহাবিশ্বে ১০০ থেকে ২২০ বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তবে নতুন গবেষণায় দেখা গেছে, মহাবিশ্বে এমন আরও অনেক গ্যালাক্সি রয়েছে, যা আমাদের টেলিস্কোপ দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। তাঁদের ধারণা, মহাবিশ্বজুড়ে সম্ভবত মোট ২ ট্রিলিয়ন বা ২ মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি রয়েছে।

গ্যালাক্সি

গ্যালাক্সি বলতে নক্ষত্রমণ্ডলীর একটি বিশাল গ্রুপকে বোঝায়। মহাকর্ষ বলের কারণে একটি গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলো একত্রে থাকে। সবচেয়ে বড় গ্যালাক্সি, আইসি ১১০১ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় ৫০ থেকে ৬০ গুণ বড়।

হাবল স্পেস টেলিস্কোপ

পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে হাবল স্পেস টেলিস্কোপ। এটি পৃথিবীতে থাকা টেলিস্কোপের চেয়ে অনেক পরিষ্কার ছবি তুলতে পারে।

সৌরজগতের বয়স কত

উল্কাপিণ্ডের পাথর বা শিলার বয়স হিসাব করে বিজ্ঞানীরা সৌরজগতের বয়স নির্ধারণ করেছেন প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন বছর।

সৌরজগৎ

সূর্য গঠনের পর অবশিষ্ট অংশ দিয়ে সৌরজগতের আটটি গ্রহ ও অন্যান্য বস্তু তৈরি হয়েছে।

পৃথিবী কি সময়ের সঙ্গে সঙ্গে সংকুচিত বা প্রসারিত হবে, নাকি একই রকম থাকবে

আমরা মনে করি, পৃথিবী মোটামুটি একই আকারের থাকবে। পৃথিবীর ব্যাসার্ধের পরিমাপ থেকে জানা যায়, খুব সামান্য হারে পৃথিবীর ব্যাস বৃদ্ধি পাচ্ছে—বছরে মোটামুটি শূন্য দশমিক ১ মিলিমিটার।

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত