আট গ্রহের বায়ুমণ্ডল

সৌরজগতের কিছু জায়গা উদ্বায়ী গ্যাস ও চাপের কারণে পৃথিবীর মতো আনন্দদায়ক নয়। বামন গ্রহ এরিস ও ম্যাকমেক সূর্য থেকে অনেক দূরে থাকে। বছরে একটা সময় যখন এরা সূর্য থেকে সর্বনিম্ন দূরত্বে আসে, তখন এদের পৃষ্ঠতলে ভাঙন ধরে এবং তুষার ও বরফে পরিণত হয়।

হাউ ইট ওয়ার্কস অবলম্বেন কাজী আকাশ