শব্দকাহন
ফলিক অ্যাসিড শব্দটি যেভাবে পেলাম
নতুন কিছু আলাদাভাবে চিহ্নিত করাসহ নানা কারণেই নাম দিতে হয়। বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রেও কথাটি সত্য। এসব নামের পেছনেও লুকিয়ে থাকে মজার ইতিহাস। আজ দেখা যাক, ফলিক অ্যাসিড শব্দটি কী করে আমাদের হলো?
ভিটামিন বি৯-এ আবিষ্কারের পর এর নাম দেওয়া হয়েছিল ভিটামিন এম। পরে দেখা গেল, এটি আসলে ভিটামিন বি গ্রুপের সদস্য। ১৯৪৩ সালে এর রাসায়নিক গঠন জানা গিয়েছিল। ফলিক অ্যাসিড (Folic acid) এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ ‘পাতা’। ভিটামিনটি শাকসবজির সবুজ পাতা থেকে পাওয়া যায় বলে নাম দেওয়া হয়েছিল ফলিক অ্যাসিড।