এনরিকো ফার্মি: মহাবিশ্বের সব বস্তুকণা যার নামে

পদার্থবিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা তাঁর নাম। মহাবিশ্বের অর্ধেক কণা—সব পদার্থের কণাকে তাঁর নামে ডাকা হয় ফার্মিওন। পর্যায় সারণির একটি মৌলের নাম রাখা হয়েছে তাঁর সম্মানে—ফার্মিয়াম। অথচ এই মানুষটি কি না নোবেল পেয়েছেন ভুল গবেষণার জন্য! এনরিকো ফার্মির বর্ণিল জীবন, একঝলকে, পড়ুন তাঁর জন্মদিনে।

এনরিকো ফার্মিছবি: উইকিমিডিয়া

শুরুর আগে

অল্প যে কজন বিজ্ঞানীর নাম পদার্থবিজ্ঞানের প্রায় পুরোটাজুড়ে ছড়িয়ে আছে, তাঁদের মধ্যে এনরিকো ফার্মি অন্যতম। মূলত অ্যাটমিক পার্টিকেল বা অতিপারমাণবিক কণা নিয়ে কাজ করেছেন। পেয়েছেন নোবেল পুরস্কার (আসলে, ভুল নোবেল পুরস্কার!)। আধুনিক কণাপদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তাঁর কাজের তুলনা তিনি নিজেই।

প্রিয় পাঠক, এনরিকো ফার্মিকে জানতে হলে প্রথমে ফিরে যেতে হবে সেই বিশ শতকের রোমে।

২৯ সেপ্টেম্বর, ১৯০১। যোগাযোগ মন্ত্রণালয়ের চিফ ইন্সপেক্টর আলবার্তো ফার্মি এবং স্কুল শিক্ষক আইডা দে গ্যাটিসের ঘরে জন্ম নিল শিশু এনরিকো ফার্মি। স্থানীয় গ্রামার স্কুলে পড়াশোনায় হাতেখড়ি। সেই ছোটবেলাতেই তাঁর বাবার সহকর্মীরা টের পেয়েছিলেন, ছেলেটা দুর্দান্ত গণিত ও পদার্থবিজ্ঞান পারে। মাত্র ১৭ বছর বয়সেই স্কোউলা নরমালে সুপিরিওরে অব পিসা ফেলোশিপ জিতে নেন ফার্মি। চার বছর ইতালির সেই সেই পিসা বিশ্ববিদ্যালয়েই কাটিয়েছেন। ১৯২২ সালে প্রফেসর পুচিয়ান্তির অধীনে সম্পন্ন করেছেন পিএইচডি ডিগ্রি।

পদার্থবিজ্ঞানের জগতে তখন একের পর এক তুলকালাম কাণ্ড ঘটছে। এতদিনের চিরায়ত বলবিদ্যা হুমড়ি খেয়ে পড়েছে। সেই জায়গা দখল করে নিয়েছে কোয়ান্টাম বলবিদ্যা। এই বিপ্লবের শুরুটা মূলত সেই ১৯০০ সালে। জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাকবডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তু বিকিরণের একটি সমাধান দিয়েছিলেন। কিন্তু চিরায়ত বলবিজ্ঞান এ নিয়ে খুব বেশি দূর এগোতে পারেনি।

গ্র্যাজুয়েশনের পরে বন্ধুদের সঙ্গে এনরিকো ফার্মি
ছবি: অ্যাটমিকহেরিটেজ ডট অর্গ

তারপর ঝড় এল। ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করলেন। এর ১০ বছর পর প্রকাশ করলেন সাধারণ বা সার্বিক আপেক্ষিকতা তত্ত্ব। পদার্থবিজ্ঞানের জগত পুরো দুমড়ে-মুচড়ে গেল, বদলে গেল এর খোলনলচে। নিউটনের গতিবিদ্যার সীমানা পেরিয়ে আমাদের জ্ঞানের জগতে খুলে গেল নতুন দুয়ার। এর মাত্র ৫ বছরের মধ্যে ধেয়ে এল দ্বিতীয় ঝড়। অস্ট্রিয়ান-আইরিশ পদার্থবিদ আরউইন শ্রোডিঙ্গার, জার্মান তাত্ত্বিক পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ আর জার্মান পদার্থবিদ ম্যাক্স বর্নের হাত ধরে মাথা তুলে দাঁড়াল কোয়ান্টাম বলবিদ্যা। এ সময় ফার্মি তাঁর ডক্টরেট নিয়ে কাজ করছেন। মানে, মঞ্চ প্রস্তুত হচ্ছে। দুই বছর পরে তিনি যখন পিএইচডি শেষ করে কাজে নামবেন, নতুন এই বিপ্লবের জগতে চিরস্থায়ী হয়ে যাবে তাঁর নাম। সম্ভবত সে জন্যই ১৯২৩ সালে ভাগ্য তাঁকে ইতালিয়ান সরকারের একটি স্কলারশিপ পাইয়ে দিল। কয়েক মাসের জন্য ফার্মি কাজ করার সুযোগ পেলেন ম্যাক্স বর্নের সঙ্গে। সেই ম্যাক্স বর্ন, কোয়ান্টাম বলবিদ্যা যাঁর হাত ধরে মাথা তুলে দাঁড়িয়েছে।

হুন্ড, হাইজেনবার্গ এবং ম্যাক্স বর্ন
ছবি: গারহার্ড হুন্ড (জার্মান গণিতবিদ)

১৯২৪ সালে গাণিতিক পদার্থবিজ্ঞানের লেকচারার হিসেবে ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে যোগ দেন ফার্মি। এ সময় তিনি আপেক্ষিকতা তত্ত্ব, কোয়ান্টাম বলবিদ্যা এবং পরিসংখ্যানগত বলবিদ্যা নিয়ে কাজ শুরু করেন। গ্যাস ডিজেনারেসির সমস্যাটি তখন সবার কাছেই বেশ পরিচিত। বোস-আইনস্টাইন পরিসংখ্যান এর কিছু ঘটনার ব্যাখ্যা করতে পেরেছিল। বোসন কণাদের আচরণ কেমন হবে—এই তত্ত্ব থেকেই জানা গিয়েছিল তা। ১৯২৬-২৭ সালে ফার্মি আর পল ডিরাক মিলে নতুন একধরনের পরিসংখ্যান প্রক্রিয়া গড়ে তোলেন। এর নাম ফার্মি-ডিরাক পরিসংখ্যান। এটি প্রথম গড়ে তোলার কাজটি করেছিলেন আসলে ফার্মিই। যেসব অতিপারমাণবিক কণা  পাউলির বর্জন নীতি মেনে চলে, তাদের আচরণ ব্যাখ্যা করতে পারত এটি (পাউলির বর্জন নীতি আমাদের দেশে উচ্চমাধ্যমিক রসায়নে পড়ানো হয়)। এ ধরনের কণাদের স্পিন হলো ১/২। ইলেকট্রন-প্রোটন-নিউট্রন—এগুলো সবই ফার্মিওন কণা। বলা বাহুল্য, নামটি রাখা হয়েছে এনরিকো ফার্মির নামানুসারে। কেন? সেটা তো বুঝতেই পারছেন—ফার্মি প্রথম এই পরিসংখ্যান গড়ে তুলেছিলেন, তাই।

কণাপদার্থবিজ্ঞান এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানের জগতে ফার্মির এই কাজের গুরুত্ব আসলে অপরিসীম। কেন, সেটা একদম সহজে ছোট্ট করে এভাবে বলা যায়: মহাবিশ্বে দুই ধরনের জিনিস আছে। পদার্থ (ও প্রতিপদার্থ) এবং শক্তি। সব শক্তির কণাকে এক নামে বলা হয় বোসন—বাঙালী সত্যেন বসুর নামে। আর সব পদার্থের কণাকে এক নামে বলা হয় ফার্মিওন। কারণটা ইতিমধ্যেই বলেছি। ফার্মির কাজ যে কতটা শক্তিশালী, তা কি এবারে একটুখানি বোঝা যাচ্ছে?

বিজ্ঞানী এনরিকো ফার্মি (ডানে) ও তাঁর দল প্যানিস্পারনা বয়েজ

যা-ই হোক, ১৯২৭ সালে ফার্মি ইউনিভার্সিটি অব রোমে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। ১৯৩৮ সাল পর্যন্ত তিনি এখানেই ছিলেন। এ সময় তিনি বিখ্যাত হয়ে ওঠেন ‘দ্য পোপ অব ফিজিকস’ নামে। প্যানিস্পারনা বয়েজ নামে একদল বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে আবিষ্কার করেন পর্যায় সারণির ৯৩তম মৌল। সে জন্য নোবেল পুরস্কারও পেয়ে গেলেন সে বছর।

১৯৩৮ সালে মুসোলিনির একনায়কতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য ইতালি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসেন এই বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রে যাওয়ার জাহাজে চড়ে শুনতে পান জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। ৯৩তম মৌল বলে যেটাকে ভেবেছিলেন, সেটা আসলে নতুন কোনো মৌলই নয়! ততদিনে অবশ্য নোবেল তিনি পেয়ে গেছেন। ইতিহাসে লেখা হয়ে গেল, এনরিকো ফার্মি নোবেল পুরস্কার পেয়েছেন ভুল গবেষণার জন্য (বিস্তারিত জানতে পড়ুন: ফার্মি কি ভুল করে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন)।

ফার্মির এই নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হয়নি। পরে বিটা ক্ষয়বিষয়ক গবেষণা, সব মৌলের মধ্যেই যে নিউট্রনের আঘাতের ফলে পরিবর্তন ঘটে (মৌল বদলে যায়), তা; নিউট্রন থেকে কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা উৎপাদন এবং স্থিতিশীল ও নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন বিক্রিয়ার জন্য তাঁকে নোবেল দেওয়া হয়েছে বলে আনুষ্ঠিক বিবৃতিতে জানায় নোবেল কমিটি। এই গবেষণার কথা জানতে একটু পেছনে ফেরা যাক। এ জন্য আমাদের যেতে হবে ১৯৩৪ সালে।

পত্রিকার পাতায় প্রথম সফল ফিশন বিক্রিয়া পরীক্ষার খবর
ছবি: অ্যাটমিকহেরিটেজ ডট অর্গ

রোম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এনরিকো ফার্মি তড়িৎ-চৌম্বক তত্ত্ব এবং বর্ণালিমিতি নিয়ে কাজ করেছেন। বর্ণালি সংক্রান্ত বিভিন্ন ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ফার্মি ১৯৩৪ সালে ইলেকট্রন বাদ দিয়ে পরমাণুর আরও গভীরে, মানে, নিউক্লিয়াসের দিকে মনোযোগ দেন। এটা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এ সময় রেডিয়েশন থিওরি বা বিকিরণ তত্ত্ব এবং পাউলির আইডিয়া নিয়ে একসঙ্গে কাজ করতে গিয়ে ফার্মি বিটা-ক্ষয় তত্ত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা তৈরি করা নিয়ে এর কিছুদিন আগে মেরি কুরি আর জুলিয়েট দারুণ কাজ করেছেন। এটাও তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল।

সব মিলে তিনি দেখালেন, নিউক্লিয়াসের বিটা-ক্ষয় হলে এ থেকে নিউট্রিনোও বেরিয়ে আসে। সেই সঙ্গে বেরিয়ে আসতে পারে ইলেকট্রনও। এই তত্ত্ব চারটি ফার্মিওনের একসঙ্গে মিথস্ক্রিয়ার কথা বলে। যেমন একটি নিউট্রন ভেঙে একটি ইলেকট্রন, একটি নিউট্রিনো এবং একটি প্রোটন বেরিয়ে আসে। অবশ্য, পরে জানা গিয়েছিল, বেরিয়ে আসা কণাটি নিউট্রিনো নয়, বরং প্রতিনিউট্রিনো। তবে বাইরে থেকে দেখলে সব কণা এবং তাদের প্রতিকণাকে একইরকম লাগে। সেই সময়ের প্রযুক্তির কথা ভাবলে ফার্মির এই ব্যাপারটি চোখ এড়িয়ে যাওয়াকে তাই স্বাভাবিক বলেই মেনে নিতে হয়। এই তত্ত্বটিকে এখন এককথায় ফার্মির মিথস্ক্রিয়া (Fermi’s Interaction) বা ফার্মির বিটা-ক্ষয় তত্ত্ব (Fermi theory of beta decay) বলা হয়।

আরও পড়ুন

তাঁর এ আবিষ্কারের হাত ধরে সে বছরই স্লো-নিউট্রন আবিষ্কৃত হয়। এখানে ‘স্লো’ কথাটি দিয়ে শক্তির পরিমাণ বোঝায়। যেমন ফাস্ট বা দ্রুতগতির নিউট্রনের শক্তি ১ মেগা ইলেকট্রন ভোল্টের মতো হতে পারে। এদিক থেকে ‘স্লো’ বা ধীরগতির নিউট্রনের শক্তি ১-১০ ইলেকট্রন ভোল্টেরও কম। স্লো-নিউট্রনের আবিষ্কারের ওপরে ভিত্তি করে কিছু দিনের মধ্যেই লিজ মাইটনার, অটো হান এবং স্ট্র্যাসম্যান নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন। বোঝাই যাচ্ছে, এই সবই আসলে হয়েছে ফার্মির কাজের ওপরে নির্ভর করে।

১৯৩৮ সালের কথা ভাবলে, নিঃসন্দেহে এ সময়ের সবচেয়ে বড় নিউট্রন-বিশেষজ্ঞ ছিলেন ফার্মি। যুক্তরাষ্ট্রে এসেও তিনি এই নিয়েই কাজ চালিয়ে গেছেন। এ সময়ে, মানে যুক্তরাষ্ট্রে আসার পরে, ১৯৩৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন।

ফিশন বিক্রিয়া আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই ফার্মি বুঝলেন, এর ভেতরে আরো অনেক কিছু রয়ে গেছে। এই ‘অনেক কিছু’ বুঝতে হলে ফিশন বিক্রিয়ার ব্যাপারে কিছুটা ধারণা থাকতে হবে।

কোনো অস্থিতিশীল পরমাণুর নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করলে, নিউক্লিয়াসটি ভেঙে ছোট ছোট দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এ সময় মুহূর্তের মধ্যে প্রচুর শক্তি বেরিয়ে আসে। এই শক্তির কিছু অংশ গামা-রশ্মিতে পরিণত হয়, যেটা ফোটন বা আলো হিসেবে দেখা যায়। বাকিটা শক্তি হিসেবে চারপাশে ছড়িয়ে পড়ে। ফার্মি ভাবলেন, ঘটনা নিশ্চয়ই এখানেই শেষ হয় না। এ সময় নিশ্চয়ই আরও কিছু নিউট্রন বেরিয়ে আসে। এই নিউট্রনগুলো আবারো রয়ে যাওয়া নিউক্লিয়াসগুলোকে আঘাত করে, ফলে নিউক্লিয়াসগুলো ফের ভাঙতে থাকে। অর্থাৎ এটা একটা চেইন-বিক্রিয়া; একবার শুরু হলে অনেক, অনেক সময় ধরে চলতেই থাকে। কিন্তু শুধু ভাবলেই তো হবে না, করেও দেখাতে হবে। প্রবল উদ্দীপনা নিয়ে পরীক্ষা করতে লাগলেন ফার্মি।

এখানে শিকাগো পাইল-১ পরীক্ষা করা হয়
ছবি: অ্যাটমিকহেরিটেজ ডট অর্গ

২ ডিসেম্বর, ১৯৪২ সাল। যুক্তরাষ্ট্রের শিকাগো স্টেডিয়ামের নিচে, আন্ডারগ্রাউন্ড একটি স্কোয়াশ কোর্টে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন-বিক্রিয়া করে দেখিয়েছিলেন এনরিকো ফার্মি। এর নাম ছিল শিকাগো পাইল-১। বলা বাহুল্য, তাঁর এই কাজ ম্যানহাটন প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৪৪ সালে ফার্মিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হয়। সেই সঙ্গে ম্যানহাটন প্রজেক্টে তিনি একদল পদার্থবিজ্ঞানীর দলনেতা হিসেবে কাজ করেন। ১৯৪৫ সালের ১৬ জুলাই শুরু হয় সত্যিকারের নিউক্লিয়ার যুগ। জর্নাদা দেল মুয়ের্তো মরুভূমিতে প্রথমবারের মতো ২০ কিলোটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ করে পরীক্ষা করে দেখা হয়, এ ধরনের বোমা আসলেই কাজ করে কি না বা কীরকম কাজ করে। এই পরীক্ষাটির নাম ছিল ‘ট্রিনিটি টেস্ট’। ফার্মি এর একজন সক্রিয় প্রত্যক্ষদর্শী ছিলেন। এরপর, ত্রিশ দিনেরও কম সময়ের মধ্যেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ঘটে। ৬ আগস্ট এবং ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে দুটো পারমাণবিক বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তথা মিত্র বাহিনি।

এনরিকো ফার্মির নামে 'ফার্মিল্যাব'
ছবি: ফিফটি ডট ফাইনাল ডট গভ

যুদ্ধ শেষে, ১৯৪৬ সালে এনরিকো ফার্মিকে ইউনিভার্সিটি অব শিকাগোর ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার স্টাডিজে অধ্যাপক হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হয়। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ১৯৫৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন।

জীবনের শেষ দিকে ফার্মি মহাজাগতিক রশ্মি নিয়ে কাজ করেছেন। সৌরজগতের বাইরে থেকে একধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছায়। এই রশ্মিকেই বলে মহাজাগতিক রশ্মি। এদের উৎপত্তির পেছনের রহস্যটা ভেদ করতে চাইছিলেন ফার্মি। এর মধ্যে অনেক ধরনের কণা পাওয়া যায়। তার মধ্যে মূলত পাই মেসন বা পায়ন এবং মিউওন নিয়ে গবেষণা করেছেন তিনি। দেখাতে চেয়েছিলেন, একটি মহাজাগতিক চৌম্বকক্ষেত্র বিশাল এক অ্যাক্সিলারেটর বা কণাত্বরক যন্ত্রের মতো কাজ করে। এ জন্যই মহাজাগতিক রশ্মির মধ্যে এত বিপুল পরিমাণ শক্তির উপস্থিতি দেখা যায়।

এ ছাড়াও, ফার্মি প্যারাডক্সের জনকও এই বিজ্ঞানী। যদিও প্রশ্নটি তাঁরও আগে তুলেছিলেন কন্সট্যানটিন জাল্কোভস্কি। তবে ফার্মির প্রশ্নটিই বৈজ্ঞানিক মহলে প্রথমবারের মতো গুরুত্ব পেয়েছিল। তিনি বলেছিলেন, এক মিল্কিওয়ে গ্যালাক্সিতেই এতগুলো নক্ষত্র; আর এর মধ্যে একটি মাঝারি গোছের নক্ষত্রের চারপাশে ঘুরে চলা সাধারণ এক গ্রহে এতগুলো প্রাণের আবাস। এর মধ্যে ডাইনোসর, মানুষের মতো বুদ্ধিমান প্রাণীও রয়েছে। সেই হিসেবে, মহাবিশ্বের এত এত গ্যালাক্সিতে কত শত-সহস্র প্রাণই-না থাকার কথা। অথচ আমরা এদের কোনো চিহ্নও খুঁজে পাচ্ছি না। তাহলে, এরা সবাই কোথায় গেল?

গণিতের ভাষা বিজ্ঞান। তার মানে, শুধু প্রশ্ন করলেই হবে না, এটাকে গাণিতিকভাবে দেখাতেও হবে। এই কাজটা করেছিলেন মাইকেল এইচ হার্ট। ১৯৭৫ সালে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে তিনি এ ব্যাপারে মূল পয়েন্টগুলো তুলে ধরেন। এ জন্য একে ফার্মি-হার্ট প্যারাডক্সও বলা হয়।

আরও পড়ুন

শিক্ষক হিসেবেও ফার্মি ছিলেন দারুণ জনপ্রিয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিয়েছেন তিনি। এর মধ্যে ইউনিভার্সিটি অব মিশিগান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিজ্ঞানের কোর্সও করিয়েছেন। তাঁর এই লেকচারগুলো বই আকারে প্রকাশিত হয়েছে।

আগেই বলেছি, বিটা ক্ষয়বিষয়ক গবেষণা, সব মৌলের মধ্যেই যে নিউট্রনের আঘাতের ফলে পরিবর্তন ঘটে (মৌল বদলে যায়), তা; নিউট্রন থেকে কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা উৎপাদন এবং স্থিতিশীল ও নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেইন বিক্রিয়ার জন্য ১৯৩৮ সালে এনরিকো ফার্মি নোবেল পুরস্কার পান। স্বাভাবিকভাবেই তাঁর কণাপদার্থবিজ্ঞানের কাজগুলোকেও এ সময় একইসঙ্গে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়াও অনেকগুলো বিখ্যাত পুরস্কার পেয়েছেন ফার্মি। হিউ মেডাল, ফ্র্যাঙ্কলিন মেডাল, সার্ভিস টু সায়েন্স, ম্যাক্স প্ল্যাঙ্ক মেডাল এর মধ্যে অন্যতম।

ফার্মি দম্পতি—এনরিকো ও লরা ফার্মি

১৯২৮ সালে লরা ক্যাপোনকে বিয়ে করেন এনরিকো ফার্মি। ছেলে গুইলিও এবং মেয়ে নেলাকে নিয়ে ছিল তাঁদের পরিবার। ১৯৫৪ সালের ২৮ নভেম্বর, শিকাগোতে পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এনরিকো ফার্মি।

তাঁর সম্মানে অনেক কিছুর নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে অবস্থিত ফার্মিল্যাব এর মাঝে অন্যতম। ১৯৭৪ সালে আগের নাম পরিবর্তন করে ফার্মির সম্মানে এই নতুন নামকরণ করা হয়। এখানে মূলত অ্যাক্সিলারেটর ব্যবহার করে পারমাণবিক কণা নিয়ে গবেষণা করা হয়। এ ছাড়াও মহাজাগতিক রশ্মি নিয়ে তাঁর কাজকে সম্মান জানিয়ে ২০০৮ সালে গামা-রে লার্জ এরিয়া স্পেস টেলিস্কোপের (গ্লাস্ট) নাম বদলে ফার্মি গামা-রে স্পেস টেলিস্কোপ রাখা হয়। ১৯৫৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি কমিশন তাদের সর্বোচ্চ পুরস্কারের নাম দিয়েছে ফার্মি পুরস্কার। এ ছাড়াও পর্যায় সারণিতে তাঁর সম্মানে অ্যাক্টিনাইড সিরিজের একটি কৃত্রিম মৌলের নাম রাখা হয়েছে ফার্মিয়াম। এর পারমাণবিক সংখ্যা ১০০।

আরও অনেক কিছু যুক্ত করা যায় এ তালিকায়। কিন্তু মহাবিশ্বের সব পদার্থ এবং প্রতিপদার্থের কণার নাম রাখা হয়েছে যাঁর নামে, পদার্থবিজ্ঞানে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা কি আর আলাদা করে বলার প্রয়োজন আছে?

সূত্র: নোবেল প্রাইজ ডটঅর্গ, উইকিপিডিয়া, বিজ্ঞানচিন্তা

এনরিকো ফার্মি, প্যানিস্পারনা বয়েজ ও ট্রান্সইউরেনিয়াম দেয়াল ভাঙার গল্প পড়ুন