নামার চেয়ে সিঁড়িতে ওঠা কষ্টকর কেন

মাথায় মুকুট পরার চেয়ে খোলাটাই নাকি বেশি কষ্টের। ইতিহাস আর ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও কথাটা সত্যি। ক্ষমতা ছাড়তে কষ্ট হলেও সিঁড়ি দিয়ে নামার চেয়ে ওপরে উঠতেই বেশি কষ্ট হয়। কিন্তু কেন?

এর পেছনে রয়েছে মাধ্যাকর্ষণ বল। পৃথিবী সবসময় তার কেন্দ্রের দিকে আমাদের টানছে। একেই বলে মাধ্যাকর্ষণ বল। এ বলের কারণে আমরা ঘূর্ণমান পৃথিবীর বাইরে ছিটকে পড়ছি না। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় এ মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বলের বিপরীতে শক্তি প্রয়োগ করতে হয়। সে কারণে পায়ের পেশীগুলোকে কাজ করতে হয় তুলনামূলক বেশি। পায়ের পেশীতে অনেক বেশি রক্ত সরবরাহ করতে হয় হৃৎপিণ্ডকে। একই কারণে ফুসফুসকেও বেশি বেশি অক্সিজেন সরবরাহ করতে হয়, আর বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করতে হয়। তাই সমতলে হাঁটার চেয়ে সিঁড়ি দিয়ে উঠতে অনেক বেশি শক্তি প্রয়োজন হয়।

অন্যদিকে সিঁড়ি দিয়ে নামতে কাজ করতে হয় মাধ্যাকর্ষণ বলের অনুকুলে। ফলে হৃৎপিণ্ড ও ফুসফুসের ওপর চাপ কম পড়ে। তাই কষ্ট হয় তুলনামূলক কম।

আরও পড়ুন