পঞ্চম মাত্রা বা ফিফথ ডাইমেনশন কী?

বাস্তব জগত চার মাত্রার। এর মধ্যে স্থানের মাত্রা তিনটি—দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। চতুর্থ মাত্রাটি হলো সময়ের। এর পরেও যদি কোনো মাত্রা থাকে সেটাকে ৫ম মাত্রা বলে। কিন্তু সেই পাঁচ মাত্রাটা কী বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারেননি। আমাদের প্রচলিত যে জ্ঞান তাতে পাঁচ মাত্রার কোনো স্থান নেই। যেহেতু প্রমাণ নেই, তাই আমরাও বলতে পারি না, পঞ্চম মাত্রার অস্তিত্ব আছে। তবে স্ট্রিং তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে পদার্থবিজ্ঞানে, সেখানে ১০টা মাত্রার কথা বলা হয়েছে। স্ট্রিং তত্ত্ব আজও প্রমাণিত নয়, তাছাড়া স্ট্রিং তত্ত্ব উচ্চমাত্রার বিজ্ঞান। সেটা বুঝতে হলে বিজ্ঞানের আরও কিছু তত্ত্ব জানা দরকার।

মো. দিল দায়হান, সীতাকুণ্ড, চট্টগ্রাম