কী থাকছে বিজ্ঞানচিন্তার আগস্ট ২০২৪ সংখ্যায়

টাইম ট্রাভেল অনেকের কাছেই খুব আকর্ষণীয় বিষয়। এ নিয়ে আমাদের মনে রয়েছে বহু প্রশ্ন। তবু যুগে যুগে মানুষ বারবার অতীত ও ভবিষ্যতে পাড়ি জমাতে চেয়েছে। ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশিত হয়। এর মাধ্যমে সময় ভ্রমণের ধারণায় যুক্ত হয় নতুন মাত্রা। কিন্তু আসলেই কি সময় ভ্রমণ সম্ভব? পাড়ি জমানো সম্ভব অতীত বা ভবিষ্যতে? শুধু কি প্রযুক্তিগত বাধাগুলো সমাধান করলেই হবে, নাকি তাত্ত্বিকভাবে আরও কোনো সমস্যা রয়েছে? সময় ভ্রমণ তথা টাইম ট্রাভেলের বাস্তবতা, এর নানা জটিলতা ও হেঁয়ালি, কল্পবিজ্ঞানে উঠে আসা সময় ভ্রমণের নানা দিকসহ আপনার অনেক প্রশ্নের নিয়ে শিগগিরই আসছে বিজ্ঞানচিন্তার এবারের সংখ্যা।

বিজ্ঞানচিন্তার আগস্ট ২০২৪ সংখ্যার প্রচ্ছদ
আসলেই কি সময় ভ্রমণ সম্ভব? পাড়ি জমানো সম্ভব অতীত বা ভবিষ্যতে? শুধু কি প্রযুক্তিগত বাধাগুলো সমাধান করলেই হবে, নাকি তাত্ত্বিকভাবে আরও কোনো সমস্যা রয়েছে?

আমাদের বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম মহাজাগতিক ধ্রুবক ল্যামডার মান গণনা করেছিলেন। তাঁর এ গণনা মহাবিশ্বের পরিণতি ও ডার্ক এনার্জি বা গুপ্তশক্তি গবেষণায় বেশ গুরুত্বপূর্ণ। এই গণনার মূলকথা জানতে পারবেন পাঠক। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখন সহজেই পরিমাপ করা যায়। কিন্তু এককালে আধুনিক টেলিস্কোপ ছিল না, ছিল না নভোদুরবিন বা কৃত্রিম উপগ্রহ। সে কালে বিজ্ঞানীরা কেমন করে সূর্যের দূরত্ব মেপেছিলেন? মহাবিশ্বের অন্যতম বড় রহস্য প্রতিপদার্থ। পদার্থবিদ ও গণিতজ্ঞ পল ডিরাক জাদুকরের মতো শূন্য থেকেই যেন হাজির করলেন ঋণাত্মক শক্তির এই পদার্থগুলো। চিকিৎসাবিজ্ঞানসহ বহু ক্ষেত্রে রয়েছে এর ব্যবহার। কিন্তু জিনিসটা কী? পল ডিরাক কেমন করে এই রহস্যময় পদার্থের সন্ধান পেলেন? বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গের ওপর আমরা ভীষণ নির্ভরশীল। ওয়াই-ফাই, ব্লুটুথ, মুঠোফোনের ফোরজি প্রযুক্তি—সবই বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গ। এমনিতে এ তরঙ্গ আটকানো যায় না। তবে বিদ্যুৎ পরিবাহী ধাতব খাঁচা বা বাক্সের সাহায্যে নিষ্ক্রিয় করে দেওয়া যায় যেকোনো বস্তু বা যন্ত্রের চারপাশের বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গ। এই বাক্স বা খাঁচার নামই ফ্যারাডে কেজ। ফ্যারাডের খাঁচা। এই খাঁচা কীভাবে কাজ করে? এরকম ব্যতিক্রমী সব ফিচার থাকছে এবারের সংখ্যায়।

এই কিছুদিন আগেই আমরা দেখেছি টিয়ার গ্যাসের ব্যবহার। এর পেছনের বিজ্ঞান জানতে পারবেন পাঠক। থাকছে রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পিএইচ স্কেলের কথা

এই কিছুদিন আগেই আমরা দেখেছি টিয়ার গ্যাসের ব্যবহার। এর পেছনের বিজ্ঞান জানতে পারবেন পাঠক। থাকছে রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পিএইচ স্কেলের কথা।

সম্প্রতি শেষ হলো প্যারিস অলিম্পিক। এতে দেখা মিলেছে অনেকগুলো নতুন প্রযুক্তির। এ নিয়ে থাকছে বিশেষ আয়োজন। পাশাপাশি নাসা প্রকাশিত ‘ফার্স্ট ওম্যান’ সিরিজের কমিক ড্রিম টু রিয়েলিটির অনুবাদ চন্দ্রজয়ী প্রথম নারী ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে পাঠকের জন্য। এ ছাড়া বিজ্ঞান রম্য, ছড়া, বিজ্ঞান কমিক, বিজ্ঞান কল্পগল্প, কার্যকারণ, খুদে বিজ্ঞানী, পাঠকের প্রশ্ন, আপডেট, কুইজসহ নিয়মিত সব বিভাগ তো রয়েছেই।

এতসব মজার আয়োজন নিয়ে বিজ্ঞানচিন্তার এ সংখ্যা বাজারে আসবে আগামী ১৭ আগস্ট। সময় ভ্রমণ ও বিজ্ঞানের জাদুর রাজ্যে সবাইকে স্বাগতম।

কীভাবে সংগ্রহ করবেন বিজ্ঞানচিন্তা

সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন। তা ছাড়া বিজ্ঞানচিন্তা ঘরে বসেই অর্ডার করতে পারবেন prothoma.com-এ। আগস্ট ২০২৪ সংখ্যা অর্ডার করতে ক্লিক করুন: prothoma.com/product/47173/bigganchinta-august-2024

সাবস্ক্রিপশনের জন্য ফোন দিতে পারেন নিচের নম্বরে: ০১৭০৮৪১১৯৯৬। এ ছাড়াও প্রতি মাসের বিজ্ঞানচিন্তায় সাবস্ক্রিপশন ফর্ম ছাপা হয়। ফর্ম পূরণ করে পাঠাতে পারেন বিজ্ঞানচিন্তার ঠিকানায়।

এক বছরের সাবস্ক্রিপশন ফি ৬০০ টাকা। তবে এ ক্ষেত্রে ১৪ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। দুই মাস ফ্রি! আর ছয় মাসের সাবস্ক্রিপশন ফি ৩০০ টাকা। এ ক্ষেত্রে ৭ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। অর্থাৎ এক মাস ফ্রি!

এ ছাড়াও রয়েছে ই-বিজ্ঞানচিন্তা। অনলাইনে ঠিক ছাপা সংস্করণের মতো বিজ্ঞানচিন্তা পড়তে দেখুন—e-prothomalo.com