টিউবওয়েলের পানি গ্রীষ্মে ঠান্ডা, শীতে গরম!

র্সেনিক আতঙ্কে গ্রামাঞ্চলের অনেক জায়গায় টিউবওয়েল ব্যবহার বন্ধ হয়ে গেছেছবি: সংগৃহীত

আজকাল শহর অঞ্চলে টিউবওয়েল প্রায় দেখাই যায় না। আবার আর্সেনিক আতঙ্কে গ্রামাঞ্চলের অনেক জায়গায় টিউবওয়েল ব্যবহার বন্ধ হয়ে গেছে। যাদের পানি তোলার এই সহজ যন্ত্রটি ব্যবহারের সুযোগ হয়েছে, তাঁরা নিশ্চয়ই খেয়াল করেছেন, টিউবওয়েলের পানি গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতকালে গরম।

সাধারণ কাণ্ডজ্ঞানে শীতকালে ঠান্ডা ও গ্রীষ্মকালে গরম লাগার কথা। কেউ কেউ হয়তো একে প্রকৃতির আজব খেয়াল বলে পাশ কাটিয়ে যেতে চাইবে। কিন্তু এর পেছনে আছে যুক্তিযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেটিই বলছি।

আরও পড়ুন
আরও পড়ুন

মাটি হচ্ছে তাপের কুপরিবাহী। এ কথার মানে হলো, মাটির ভেতর দিয়ে তাপ সহজে যাওয়া-আসা করতে পারে না। শীত-গ্রীষ্মে ওপরের তাপমাত্রার পরিবর্তন হলেও মাটির গভীরের পানির তাপমাত্রার তেমন পরিবর্তন হয় না। সেখানে উষ্ণতা প্রায় একইরকম থাকে। টিউবওয়েল থেকে যে পানি তোলা হয়, তা মাটির বেশ নিচে থাকে। অনেক লম্বা পাইপ পেরিয়ে তা টিউবওয়েলের মুখ দিয়ে বের হয়। এ কারণে গ্রীষ্মে চারিদিকে আগুন গরম বাতাস বয়ে গেলেও মাটির কুপরিবাহিতার জন্য ভেতরটা তত গরম থাকে না। আবার শীতকালে ঘটে উল্টোটা। বাইরের বাতাস কনকনে ঠান্ডা থাকলেও মাটির গভীরের পানি গরমই থাকে।