লাল জাহাজের ক্যাপ্টেন কে

চার রঙের চারটি জাহাজ, চারজন ক্যাপ্টেন, নির্দিষ্ট জায়গায় যাবে জাহাজ চারটি। একটা নির্দিষ্ট জাহাজের ক্যাপ্টেন কে, তা খুঁজে বের করতে হবে আপনাকে। ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকম একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না! পারলে, সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে একজন দৈবচয়নের ভিত্তিতে পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

আলদা রঙের চারটি জাহাজ একই সিরিয়ালে আছে। জাহাজগুলোর রং লাল, নীল, কমলা ও কালো। তবে কোনটার রং কী, তা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রতিটি জাহাজে একেকজন ক্যাপ্টেন আছে। তাঁদের নাম আশিক, মাইনুল, তামিম ও সবুজ। ধান, ভুট্টা, তুলা ও বাংলাদেশি কারিগরের তৈরি পোশাক নিয়ে জাহাজগুলো যাবে সিঙ্গাপুর, সিডনি, ভারত ও আরব আমিরাত।

এখন এই জাহাজ ও এ সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আপনাকে মোট ১১টি তথ্য দেওয়া হবে। সেই তথ্যগুলো ঘেঁটে খুঁজে বের করতে হবে, লাল জাহাজের ক্যাপ্টেন কে? প্রথমে তথ্যগুলো দেখা যাক।

১. মাইনুলের জাহাজে আছে বাংলাদেশি কারিগরের তৈরি পোশাক।

২. যে জাহাজে তুলা আছে, তার ঠিক পরের জাহাজটি যাবে ভারতে।

৩. আশিকের জাহাজটি যাবে সিডনি।

৪. নীল রঙের জাহাজটি আছে তৃতীয় স্থানে।

৫. যে জাহাজটি সিডনি যাবে, তার ঠিক আগের জাহাজটি যাবে সিঙ্গাপুর।

৬. কালো জাহাজটি আছে যেকোনো একপাশে। হয় শুরুতে, নয়তো শেষে।

৭. যে জাহাজে ধান আছে, তার ঠিক আগের জাহাজটি কালো রঙের।

৮. যে জাহাজে ভুট্টা আছে, সেটি হয় সবার শুরুতে, নয়তো একদম শেষে।

৯. কমলা রঙের জাহাজটি যাবে সিডনি।

১০. সবুজের জাহাজ আছে সবার শুরুতে।

১১. আশিকের জাহাজ আছে সবার শেষে। 

এখন খুঁজে বের করুন তো, লাল জাহাজের ক্যাপ্টেন কে?

এ ধাঁধা সমাধান করা খুব সহজ। যদিও শুরুতে একসঙ্গে একগাদা তথ্য পড়ে একটু জটিল মনে হয়। কিন্তু কাজটা সহজ করতে চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

জাহাজের রং: লাল, নীল, কমলা ও কালো

জাহাজের ক্যাপ্টেন: সবুজ, মাইনুল, আশিক ও তামিম

জাহাজের গন্তব্য: সিঙ্গাপুর, সিডনি, ভারত ও আরব আমিরাত

জাহাজে আছে: ধান, ভুট্টা, পোশাক ও তুলা