গণিতে অনেক সময় বেশিসংখ্যক অঙ্কের বড় কোনো সংখ্যাকে কমসংখ্যক অঙ্কের নিকটতম সংখ্যায় প্রকাশ করতে হয়। এর বিশেষ নিয়ম আছে, যেমন ৬৫৭৩০৪ (ছয় লাখ সাতান্ন হাজার তিন শ চার) ছয় অঙ্কের একটি সংখ্যা। একে যদি তিন, চার বা পাঁচ অঙ্কের পূর্ণ মানের অঙ্কের নিকটতম সংখ্যায় (রাউন্ড ফিগার) প্রকাশ করতে বলা হয়, তাহলে আমরা কীভাবে সেটা করব?
এখানে প্রয়োজন অনুযায়ী একক, দশক, শতক...প্রভৃতি স্থানের অঙ্কগুলো বাদ দিয়ে সেখানে শূন্য বসিয়ে প্রকাশ করব। কিন্তু এর ফলে যেন প্রদত্ত মূল সংখ্যাটির মান কাছাকাছি থাকে, সেটা নিশ্চিত করতে হয়। এ জন্য যে সংখ্যা বাদ দিতে হবে, তার পরবর্তী সংখ্যাটি ৫ বা এর চেয়ে বড় হলে সেখানে লিখিত সংখ্যাটি ১ বাড়িয়ে লিখতে হবে। যেমন প্রদত্ত সংখ্যাটি মোট ছয়টি অঙ্কের পূর্ণ মানের সংখ্যায় প্রকাশ করলে লিখতে হবে ৬৫৭০০০ (ছয় লাখ সাতান্ন হাজার)। একইভাবে চার অথবা পাঁচ অঙ্কে প্রকাশ করলে হবে যথাক্রমে ৬৬০০০০ (ছয় লাখ ষাট হাজার) এবং মোট ছয় অঙ্কে প্রকাশ করতে হবে ৭০০০০০ (সাত লাখ)।
ধাঁধা
বলুন তো, ৫(৩) ৪ সংখ্যাটি বড় নাকি (৫৩)৪ বড়?