লাল জাহাজের ক্যাপ্টেন কে

গত ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে প্রকাশিত হয় ‘বুদ্ধির ব্যায়াম: লাল জাহাজের মালিক কে’। চলুন এ বুদ্ধির ব্যায়ামের সমাধান ও বিজয়ী কে হলেন, তা জেনে নেওয়া যাক।

অনুষ্ঠিত হলো ‘বুদ্ধির ব্যায়াম’-এর বিজয়ী বাছাই লটারি। ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিজ্ঞানচিন্তা কার্যালয়ে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হয়। এতে বিজয়ী হয়েছেন এস. এম. মিনহাজ। বিজয়ীর ঠিকানায় শিগগিরই পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লটারির সময় উপস্থিত ছিলেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত ও সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের, বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য কাজী আকাশসহ আরও অনেকে।

এর আগে, ৫ সেপ্টেম্বর বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে প্রকাশিত হয় ‘বুদ্ধির ব্যায়াম: লাল জাহাজের মালিক কে’। উত্তর পাঠানোর শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর, সোমবার। প্রায় শতাধিক পাঠক উত্তর পাঠিয়েছেন বিজ্ঞানচিন্তার ই-মেইলে। বেশির ভাগ পাঠক সঠিক উত্তর দিয়েছেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হয়েছে।

চলুন, এবার সমাধান দেখে নেওয়া যাক।

প্রশ্নটি ছিল এরকম: আলদা রঙের চারটি জাহাজ একই সিরিয়ালে আছে। জাহাজগুলোর রং লাল, নীল, কমলা ও কালো। তবে কোনটার রং কী, তা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রতিটি জাহাজে একেকজন ক্যাপ্টেন আছে। তাঁদের নাম আশিক, মাইনুল, তামিম ও সবুজ। ধান, ভুট্টা, তুলা ও বাংলাদেশি কারিগরের তৈরি পোশাক নিয়ে জাহাজগুলো যাবে সিঙ্গাপুর, সিডনি, ভারত ও আরব আমিরাত।

এখন এই জাহাজ ও এ সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আপনাকে মোট ১১টি তথ্য দেওয়া হবে। সেই তথ্যগুলো ঘেঁটে খুঁজে বের করতে হবে, লাল জাহাজের ক্যাপ্টেন কে? প্রথমে তথ্যগুলো দেখা যাক।

১. মাইনুলের জাহাজে আছে বাংলাদেশি কারিগরের তৈরি পোশাক।

২. যে জাহাজে তুলা আছে, তার ঠিক পরের জাহাজটি যাবে ভারতে।

৩. আশিকের জাহাজটি যাবে সিডনি।

৪. নীল রঙের জাহাজটি আছে তৃতীয় স্থানে।

৫. যে জাহাজটি সিডনি যাবে, তার ঠিক আগের জাহাজটি যাবে সিঙ্গাপুর।

৬. কালো জাহাজটি আছে যেকোনো একপাশে। হয় শুরুতে, নয়তো শেষে।

৭. যে জাহাজে ধান আছে, তার ঠিক আগের জাহাজটি কালো রঙের।

৮. যে জাহাজে ভুট্টা আছে, সেটি হয় সবার শুরুতে, নয়তো একদম শেষে।

৯. কমলা রঙের জাহাজটি যাবে সিডনি।

১০. সবুজের জাহাজ আছে সবার শুরুতে।

১১. আশিকের জাহাজ আছে সবার শেষে।

এখন খুঁজে বের করুন তো, লাল জাহাজের ক্যাপ্টেন কে?

সমাধান

১০ ও ১১ নং তথ্যে বলা আছে, সবুজের জাহাজ সবার শুরুতে, আর আশিকের জাহাজ শেষে। এই দুটি তথ্য ছকে বসাই। অর্থাৎ ১ম জাহাজের ক্যাপ্টেন সবুজ আর শেষ জাহাজের ক্যাপ্টেন আশিক। এরপর ৪ নং তথ্যে বলা আছে, নীল রঙের জাহাজটি আছে তৃতীয় স্থানে। অর্থাৎ তৃতীয় স্থানের জাহাজটির রং নীল। ৩ নং শর্তে আছে, আশিকের জাহাজটি যাবে সিডনি। মানে ৪র্থ স্থানে থাকা জাহাজের গন্তব্য সিডনি। এবার ৯ নং তথ্যমতে, কমলা রঙের জাহাজটি যাবে সিডনি। আমরা ইতিমধ্যে জানি, চতুর্থ জাহটিই সিডনি যাবে। সুতরাং, এই জাহাজটি কমলা রঙের। ৫ নং তথ্যে বলা হয়েছে, যে জাহাজটি সিডনি যাবে, তার ঠিক আগের জাহাজটি যাবে সিঙ্গাপুর। মানে তৃতীয় জাহাজের গন্তব্য সিঙ্গাপুর। এবার এই তথ্যগুলো ছকে বসাই।

৬ নং তথ্যে বলা হয়েছে, কালো জাহাজটি যেকোনো একপাশে আছে। শুরুতে কিংবা শেষে। শেষে মানে ৪র্থ স্থানের জন্য ইতিমধ্যে আমরা কমলা রঙের জাহাজ পেয়ে গেছি। তাহলে কালো জাহাজটি অবশ্যই প্রথম স্থানে থাকবে। এবার ৭ নং তথ্য দেখা যাক। যে জাহাজে ধান আছে, তার ঠিক আগের জাহাজটি কালো রঙের। যেহেতু ১ম জাহাজটি কালো রঙের, তাই ধান নিশ্চয়ই থাকবে দ্বিতীয় জাহাজে। তা না হলে ধান থাকা জাহাজের আগের জাহাজ কালো রঙের হতে পারে না। অর্থাৎ দ্বিতীয় জাহাজে আছে ধান। এবার ২ নং তথ্য দেখি। যে জাহাজে তুলা আছে, তার ঠিক পরের জাহাজটি যাবে ভারতে। এখানেও ৩য় ও ৪র্থ জাহাজের গন্তব্য জেনে গেছি। তাহলে বাকি রইল ১ম ও ২য় জাহাজ। এর কোনো একটায় তুলা থাকতে হবে। খেয়াল করলে দেখবেন, ২য় জাহাজে যে ধান আছে, তা আমরা ইতিমধ্যে জেনেছি। তাহলে তুলা থাকতে পারে শুধু ১ম জাহাজে। আর ১ম জাহাজে যদি তুলা থাকে, তাহলে দ্বিতীয় জাহাজটি যাবে ভারতে। এবার এই তথ্যগুলো ছকে বসাই।

এখন ছকটি ভালো করে খেয়াল করুন। জাহাজের গন্তব্যের স্থানে একটা ঘর ফাঁকা। ওখানে নিশ্চয়ই আরব আমিরাত বসবে। কারণ বাকি তিনটি জাহাজের গন্তব্য আমরা ইতিমধ্যে জেনে গেছি। এবার ৮ নং তথ্যটি দেখুন।  যে জাহাজে ভুট্টা আছে, সেটি হয় সবার শুরুতে নয়ত একদম শেষে। শুরুতে হওয়া সম্ভব নয়, কারণ ১ম জাহাজে তুলা আছে। তাহলে শেষ জাহাজে থাকবে ভুট্টা। ছকে তথ্যগুলো বসাই।

আবার ছক খেয়াল করুন। ইতিমধ্যে তিনটি জাহাজে কী আছে, তা আমরা জানি। তাহলে তৃতীয় জাহাজে অবশ্যই পোশাক থাকতে হবে। এবার ১ম তথ্যটা দেখুন। মাইনুলের জাহাজে আছে বাংলাদেশি কারিগরের তৈরি পোশাক। যেহেতু তৃতীয় জাহাজে পোশাক আছে, তাহলে এই জাহাজের ক্যাপ্টেন নিশ্চিত মাইনুল। আবার এই তথ্যগুলো ছকে বসান।

ওপরে আর মাত্র দুটি ঘর ফাঁকা আছে। দ্বিতীয় জাহাজের রং ও ক্যাপ্টেনের নাম। কিন্তু কোনো তথ্য আর বাকি নেই। তার দরকারও নেই। একটা মাত্র রঙের নামই বাকি। সেটা লাল। ওটা অবশ্যই দ্বিতীয় স্থানে বসবে। একইভাবে মাত্র একজন ক্যাপ্টেনের নাম জানা বাকি, আর আমাদের কাছে একজন ক্যাপ্টেনের নামই আছে। তামিম। অর্থাৎ লাল জাহাজের ক্যাপ্টেনের নাম তামিম।

সম্পূর্ণ সমাধান