মিটার থেকে ফুটে রূপান্তরের পদ্ধতি

ছবি: সংগৃহীত

মিটার এবং ফুট—পরিমাপের জন্য এই দুটি ইউনিটই আমরা প্রায়শই ব্যবহার করি। দূরত্ব পরিমাপের জন্য সাধারণত আমাদের দেশে মিটার এককে পরিমাপ করা হয়। আর উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ফুট। ফলে অনেক সময় মিটারকে ফুটে এবং ফুট থেকে মিটারে পরিবর্তন করতে হয়। চট করে কীভাবে একটা থেকে অন্যটা রূপান্তর করবো? 

সহজ কৌশলে যাওয়ার আগে মিটার ও ফুট সম্পর্কে একটু জানা যাক। মিটার হলো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক। শূন্য মাধ্যমে এক সেকেন্ডের ২৯ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫৮ ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে এক মিটার বলে। মিটারকে প্রথম সংজ্ঞায়িত করা হয় ১৯৮৩ সালে। একে m দিয়ে প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয় ফুট। একে ft দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত উচ্চতা বা অল্প দূরত্ব বোঝাতে ফুট ব্যবহৃত হয়। যেমন পাহাড়ের উচ্চতা বোঝাতে আমরা সাধারণত ফুট ব্যবহার করি। ১৯৫৯ সালে প্রথম ফুটের ব্যবহার শুরু হয়। ১ ফুট ০.৩০৪৮ মিটারের সমান। আবার ১ ফুট সমান ১২ ইঞ্চি। 

আরও পড়ুন

এবার জানা যাক, মিটার থেকে ফুটে কীভাবে সহজে রূপান্তর করা যায়। যে সংখ্যাকে মিটারে প্রকাশ করতে হবে, সেই সংখ্যাকে ৩.২৮ দিয়ে গুণ করলেই পাওয়া যাবে ফুটের হিসেব। যেমন, ২ মিটারকে ফুটে পরিণত করতে চাই। তাহলে, ২ × ৩.২৮ = ৬.৫৬ ফুট। হিসেব আরও সহজে করতে ৩.২৮-এর পরিবর্তে ৩.৩ দিয়ে গুণ করা যায়। এতে দশমিকের পরে সংখ্যা আরও কম  হবে। সেক্ষেত্রে মিটার থেকে ফুটে রুপান্ত করতে আপনাকে যা যা জানতে হবে—

  • ১ মিটার হলো ৩.৩ ফুটের সমান

  • যে সংখ্যাকে ফুটে পরিণত করতে হবে, সেই সংখ্যাকে গুণ করতে হবে ৩.৩ দিয়ে। 

গুণ দেখেই ভয় পাওয়ার কিছু নেই। খাতা কলম ছাড়া সহজেও গুণ করা যায়। সেই পদ্ধতিটাও একটু দেখা যাক। ২ মিটারে কত ফুট তা বের করার জন্য প্রথমে ২ ও ৩ গুণ করতে হবে। অর্থাৎ ২ × ৩ = ৬। এবার এই ৬-এর ১০ শতাংশ করলে যা হবে তা যোগ করতে হবে। ৬-এর ১০ শতাংশ মানে ০.৬। অর্থাৎ ৬-এর সঙ্গে ০.৬ যোগ করলে হবে ৬ + ০.৬ = ৬.৬। 

১ মিটার ৩.৩ ফুটের সমান
ছবি: সংগৃহীত

এবার ধরুন আপনি ৩ মিটারে কত ফুট হয়, তা বের করতে চান। তাহলে ৩ × ৩.৩ করতে হবে। এজন্য প্রথমে ৩ × ৩ = ৯ বের করবো। আর এই ৯-এর ১০ শতাংশ হলো ০.৯। অর্থাৎ উত্তর ৯ + ০.৯ = ৯.৯ ফুট। 

তবে এই সহজ পদ্ধতিতে যে উত্তর পাওয়া যায়, তা দশমিকের পরে একটু কম বেশি হয়। যেমন, ৩ মিটার মানে ৯.৮৪ ফুট। কিন্তু আমরা পাচ্ছি ৯.৯০ ফুট। যদিও এর পার্থ্যক্য সামান্য। তবে একদম সঠিক হিসেব করতে হলে ৩.২৮ দিয়ে গুণ করতে হবে। 

এবার ফুটকে মিটারে প্রকাশের কৌশল দেখা যাক। যে সংখ্যাকে মিটারে পরিণত করতে হবে সেটাকে ভাগ দিতে হবে ৩.৩ দিয়ে। যেমন আপনি ১০০  ফুটকে প্রকাশ করতে চান মিটারে। তাহলে ১০০ ÷ ৩.৩ = ৩০.৩ মিটার।  

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস, উইকিপিডিয়া