সাইকেল বিক্রি করে কত টাকা লস হলো

আমার বন্ধু সানি বিপদে পড়েছে। ওর সমস্যাটা কি আপনি সমাধান করে দিতে পারবেন? নিজে সমাধানের চেষ্টা করুন। তারপর সমাধান পাঠিয়ে দিন editor@bigganchinta.com-এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে তিনজন দৈবচয়নের ভিত্তিতে পুরস্কার হিসেবে পাবেন বিজ্ঞানবিষয়ক বই। সমাধান পাঠানোর শেষ সময় ২১ আগস্ট ২০২৩, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

একটু ভেবে দেখুন তো, সমস্যাটা সমাধান করতে পারেন কি না। তাহলে আমার বন্ধুটির বড় উপকার হয়। সেই সঙ্গে সঠিক উত্তরদাতাদের মধ্যে তিন জনের জন্য থাকছে ৩টি বই!

আমার বন্ধু সানি। পড়াশোনা শেষ করে একটা সাইকেলের দোকান দিয়েছে। দেশি-বিদেশি নানা ধরনের সাইকেল আছে ওর দোকানে। মাঝেমধ্যে আমরা একসঙ্গে বসে আড্ডা দিই। কয়েকদিন আগে আড্ডা দেওয়ার সময় সানি আমাকে একটা ঘটনা বলল। একটা চুরির ঘটনা ঘটেছে ওর সঙ্গে। কিন্তু সেই চুরিতে ওর মোট কত টাকা লস হয়েছে, তা বুঝতে পারছে না। ঘটনাটা আপনাদের বলি। শুনে দেখুন, ওকে একটু সাহায্য করতে পারেন কি না সমস্যাটা সমাধানে।

গত সপ্তাহে ওর দোকানে এক ভদ্রলোক এলেন সাইকেল কিনতে। দেখতে বিদেশি মনে হয়। ট্যুরিস্টও হতে পারেন। ভদ্রলোক ৩৫ হাজার টাকায় ওর দোকান থেকে একটা সাইকেল কেনেন। সানি সাইকেলটা কিনেছিল ৩০ হাজার টাকায়। সুতরাং, সাইকেল বিক্রি করে ৫ হাজার টাকা লাভ হওয়ায় ও বেশ খুশি ছিল। ভদ্রলোক টাকা দেওয়ার সময় জানালেন, তাঁর কাছে ক্যাশ নেই। টাকা দিতে চান চেক-এ। কিন্তু সানি এখনো কোনো ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু করেনি। তাই ওর পক্ষে চেক-এ টাকা নেওয়া সম্ভব নয়।  

আরও পড়ুন

কিন্তু সানির দোকানের পাশের দোকানে টাকা ভাঙানোর ব্যবস্থা ছিল। মানে ওই দোকানে চেক দিলে তিনি নগদ টাকা দেন। পরে ব্যাংক থেকে দোকানদার টাকা তুলে নেন। এটাই তাঁর ব্যবসা। সানি ওই ভদ্রলোককে পাঠাল সেই পাশের দোকানে। সেখান থেকে ৪০ হাজার টাকার চেক দিয়ে ভদ্রলোক টাকা উঠিয়ে আনেন। যেহেতু সানি পাঠিয়েছে ভদ্রলোককে, তাই দোকানদারের কাছ থেকে চেক ভাঙাতে ভদ্রলোকের কোনো সমস্যা হয়নি।

ভদ্রলোকটি যেহেতু বিদেশি, তাই বাংলাদেশি টাকার ব্যাপারে তাঁর ধারণা কম। তিনি বুঝতে পারছেন না সানিকে ৩৫ হাজার টাকা কীভাবে গুনে দেবেন। তাই সানির হাতে ৪০ হাজার টাকাই বুঝিয়ে দিলেন। সানি ৩৫ হাজার টাকা রেখে ভদ্রলোককে ৫ হাজার টাকা ফিরিয়ে দেয়। ভদ্রলোক ৫ হাজার টাকা এবং সাইকেল নিয়ে খুশি মনে চলে যান। 

আরও পড়ুন
আরও পড়ুন
সমাধান পাঠিয়ে দিন editor@bigganchinta.com-এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে তিনজন দৈবচয়নের ভিত্তিতে পুরস্কার হিসেবে পাবেন বিজ্ঞানবিষয়ক বই। সমাধান পাঠানোর শেষ সময় ২১ আগস্ট ২০২৩, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

পরদিন সকালে সানির পাশের সেই দোকানদার ব্যাংকে যান চেক ভাঙিয়ে টাকা তুলতে। দোকানদার ব্যাংক কর্মকর্তাকে ৪০ হাজার টাকার চেক দেন। কিন্তু ব্যাংক কর্মকর্তা জানান, চেকটি আসলে ভুয়া। দোকানদার এসে সানিকে বিস্তারিত জানান। দাবি করেন, সানি যেন তাঁর টাকা ফিরিয়ে দেয়। কারণ সে ওই ভদ্রলোককে পাঠিয়েছিল বলেই তিনি চেক ভাঙিয়ে তাঁকে টাকা দিয়েছেন। 

কী আর করা! সানি বাধ্য হয়ে পাশের দোকানদারকে ৪০ হাজার টাকা ফেরত দেয়। তারপর লোক লাগিয়ে দেয় হতচ্ছাড়া ট্যুরিস্টকে খুঁজে বের করতে। ওর আশা, তাঁকে খুঁজে পেলে অন্তত সাইকেলটি উদ্ধার করা যাবে। কিন্তু সাইকেল ফেরত পাওয়া তো দূরের কথা, ভদ্রলোকের টিকিটিরও খোঁজ পাওয়া যায়নি। আসলে এভাবে খুঁজে পাওয়ার কথাও নয়। এখন প্রশ্ন হলো, এই সাইকেল বিক্রি করে আমার বন্ধুটির মোট কত টাকা লস হলো?

একটু ভেবে দেখুন তো, সমস্যাটা সমাধান করতে পারেন কি না। তাহলে আমার বন্ধুটির বড় উপকার হয়। সেই সঙ্গে সঠিক উত্তরদাতাদের মধ্যে তিন জনের জন্য থাকছে ৩টি বই!

সমাধান পাঠিয়ে দিন editor@bigganchinta.com-এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে তিনজন দৈবচয়নের ভিত্তিতে পুরস্কার হিসেবে পাবেন বিজ্ঞানবিষয়ক বই। সমাধান পাঠানোর শেষ সময় ২১ আগস্ট ২০২৩, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

আরও পড়ুন