রেফারেন্স নাম্বার ৫০০ ধরে গুণ

রেফারেন্স নাম্বার ৫০০ ধরেও গুণ করা যায়। যে দুটি সংখ্যা গুণ করবো, তা যদি ৫০০-এর আশেপাশের সংখ্যা হয় তাহলে রেফারেন্স নাম্বার ৫০০ ধরেই গুণ করা ভালো। আবার কোনো সংখ্যাকে ৫০০ দিয়ে গুণ করাও কিন্তু কঠিন নয়। প্রথমে ১০০০ দিয়ে গুণ করে তার অর্ধেক করলেই ৫০০ দিয়ে গুণ হয়ে যাবে। আর ১০০০ দিয়ে গুণ করা তো পানির মতো সহজ। যে সংখ্যাকে ১০০০ দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যার সামনে শুধু তিনটি শূন্য বসিয়ে দিলেই হলো। রেফারেন্স নাম্বার ৫০০ ধরে ৫১১ ও ৫০৩ গুণ করা যাক।   

প্রথমে কোনাকুনি যোগ। ৫১১ + ৩ = ৫১৪। এই সংখ্যাটিকে গুণ করতে হবে ৫০০ দিয়ে। মানে প্রথমে ১,০০০ দিয়ে গুণ করে তার অর্ধেক করলেই হবে। সুতরাং, ৫১৪ × ১,০০০ = ৫,১৪,০০০। এখন এই বড় সংখ্যাটির অর্ধেক বানাতে হবে। ভয়ের কিছু নেই। প্রথমে ভাবো, আমাদের কাছে শুধু ৫১৪ আছে। এবার এটাকে অর্ধেক বানাও। তাও না পারলে, চলো একটি কৌশল দেখাই। ৫১৪-কে আলাদা করি। মানে দুটি ভাগে ভাগ করো। ৫০০ ও ১৪। এবার সহজে অর্ধেক বানাতে পারবে। প্রথমে ৫০০-এর অর্ধেক হলো ২৫০ আর ১৪-এর অর্ধেক ৭। সুতরাং, ২৫০ + ৭ = ২৫৭। এবার সরিয়ে ফেলা শূন্য তিনটি বসিয়ে দাও। মানে ২,৫৭,০০০ বা ২ লাখ ৫৭ হাজার।

বেশ, এবার বৃত্তের সংখ্যা দুটি গুণ করার পালা। বৃত্তের ভেতরে ছিল ১১ ও ৩। এ দুটি সংখ্যার গুণফল ৩৩। তাহলে এই ৩৩ যোগ করতে হবে।

২,৫৭,০০০ + ৩৩ = ২,৫৭,০৩৩। ব্যস, সমাধান কিন্তু হয়ে গেল। এখন তুমি চাইলে, ৫০০-এর চেয়ে ছোট সংখ্যা নিয়েও গুণ করতে পারো। সেক্ষেত্রে বৃত্ত দুইটি হবে নিচে এবং রেফারেন্স নাম্বার থেকে সংখ্যা দুটি যত কম হবে বৃত্তের মধ্যে তত বসবে। নিজেই মাথায় খাটিয়ে রেফারেন্স নাম্বার ৫০০ ধরে এরকম আরও অনেক গুণ নিজেই চর্চা করতে পারো।

নিজে সমাধান করো

ক) ৫১৪ × ৫১৫ =

খ) ৫০১ × ৪৯১ =

গ) ৪৮০ × ৪৯০ =

ঘ) ৫১৭ × ৪৮৩ =

ঙ) ৫৮১ × ৫২৩ =

সমাধান

ক) ২,৬৪,৭১০

খ) ২,৪৫,৯৯১

গ) ২,৩৫,২০০

ঘ) ২,৪৯,৭১১

ঙ) ৩,০৩,৮৬৩

লেখক: সদস্য, সম্পাদনা দল, বিজ্ঞানচিন্তা

সূত্র: স্পিড ম্যাথ অবলম্বনে

এই সিরিজের আরও লেখা