ভিন্ন ও অনন্য বিষয়ে সংখ্যা করার জন্য ধন্যবাদ

বিজ্ঞানচিন্তার জুলাই সংখ্যার প্রচ্ছদ

প্রিয় বিজ্ঞানচিন্তা

আমার সব সময়ই তোমার সংখ্যাগুলো দারুণ লাগে। তবে ইদানীং তোমার বিষয়গুলো কেমন যেন একই ঘরানায় আটকে আছে বলে মনে হতো। যেন তুমি একঘেয়ে একটা গৎবাঁধা ধরনে সীমাবদ্ধ হয়ে পড়েছ। বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মুক্তভাবে বিচরণ করতে পারছ না। তাই মনটা চাচ্ছিল যে তুমি একটু ভিন্নস্বাদের বিষয় নিয়ে এসো। কারণ, বিজ্ঞান তো চঞ্চলতায় ভরপুর, এক জায়গায় থাকার মতো সে নয়, তা–ই না? সময়ের স্রোতে ভাসতে ভাসতে আমি পেয়ে গেলাম তোমার নতুন সংখ্যা। সত্যি বলতে, প্রচ্ছদটার দিকে তাকাতেই আমার চোখ যেন আটকে গেল। এত সুন্দর, সাবলীল আর অনন্য প্রচ্ছদ আমি খুব কমই দেখেছি। তোমার ভাবনাটাও এককথায় অভূতপূর্ব, আমাদের মানবমস্তিষ্কের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য মেলবন্ধনটা যেন বৃক্ষের আদলে মস্তিষ্ককে গড়ে চমৎকারভাবে দেখিয়েছ। আর সংখ্যার পাতা উল্টাতে উল্টাতে আমাদের অতি রহস্যময় মস্তিষ্ক নিয়ে অনেক কিছু জানতে পারলাম, জ্ঞানতৃষ্ণাও মিটল কিছুটা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত দিন পর একটা ভিন্ন ও অনন্য বিষয় সামনে নিয়ে আসার জন্য। এভাবে মাঝেমধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আসবে, কেমন?

বরাবরের মতো নতুন সংখ্যার জন্য অপেক্ষায় রইলাম। ভালো থেকো। বিজ্ঞানচিন্তার জয় হোক।

তূর্ণা দাশ, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা