বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদের সেরা ১০ ছবি

গত ১৭ অক্টোবর দেখা মেলে এই বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম পূর্ণিমার। এটি সুপারমুনও বটে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা মেলে সেই পূর্ণ চাঁদের নৈসর্গিক নানা দৃশ্য। চাঁদ যখন স্বাভাবিকের চেয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন এরকম বড় ও উজ্জ্বল দেখায়। বিশ্বের নানা দেশের ফটোগ্রাফাররা এই পূর্ণিমার ছবি ক্যামেরাবন্দি করেন। সেখান থেকে বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য সেরা ১০টি ছবি প্রকাশ করা হলো।

১ / ১০

কানাডার টরন্টো, অন্টারিওর আকাশচুম্বী দালানগুলোর মাঝে মনোমুগ্ধকর রূপে দেখা যায় পূর্ণিমা। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার ম্যার্ট আলপার ডারভিস। তিনি যখন এই ছবিটি তোলেন, তখন একটি হেলিকপ্টার উড়ে যায় চাঁদের সামনে দিয়ে। হেলিকপ্টারটি দেখতে ঘাস ফড়িংয়ের মতো লাগছে ছবিতে। 

২ / ১০

সুপারমুনের অসাধারণ দৃশ্য দেখতে অনেকে ভীড় করেন নিউইয়র্কের ম্যানহাটনের এজ এনওয়াইসি হাডসন ইয়ার্ডসের ডেকে। পাশের আরেকটি ভবন থেকে ছবিটি তোলেন গ্যারি হার্শর্ন।

৩ / ১০

রবি পেসিওয়ারিসার এই ছবিতে একটি লাফিং কুকাবুরা চাঁদের আলোয় বসে আছে। পাখিটির বৈজ্ঞানিক নাম ডেসেলো নোভেইগিনিয়ে (Dacelo novaeguineae)। এদের দেখা পাওয়া যায় অস্ট্রেলিয়ার পূর্ব মেইনল্যান্ডে।

৪ / ১০

ছবিটি তোলা হয়েছে চীনের নান্টং প্রদেশ থেকে। চীনা স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনের ওপর চাঁদকে দেখতে লাটিমের মতো লাগছে।

৫ / ১০

ক্যালিফোর্নিয়ার মোজাভেতের টারবাইন প্ল্যান্ট থেকে দেখা মেলে সুপারমুনের। প্ল্যান্টের পাশের রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় ডেভিড সোয়ানসন চাঁদের এই ছবি ক্যামেরাবন্দি করেন। 

৬ / ১০

ওয়াশিংটন ডিসিতে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে। লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের পেছনে উঠেছে চাঁদ। সব মিলিয়ে জে ডেভিড আকের এই ছবিটি হয়ে উঠেছে অনিন্দ্য সুন্দর। 

৭ / ১০

কাতারের দোহায় একটি মসজিদের গম্বুজের পেছনে থেকে ধীরে ধীরে ওপরে উঠছে চাঁদ। চাঁদ ও গম্বুজের এই ছবি তুলেছেন আলোকচিত্রী করিম জাফর।

৮ / ১০

নীলাভ আকাশ ও চাঁদের আলো মিলেমিশে ফ্লোরিডার নেপলসের পরিবেশ হয়ে উঠেছিল মনোমুগ্ধকর। ছবিটি তুলেছেন জোনাহ হাইনবাঘ।

৯ / ১০

জার্মানির হাফক্রুগে বাল্টিক সাগর থেকে চাঁদের দেখা মেলে সন্ধ্যা থেকেই। নৌভ্রমণে গিয়ে ছবিটি তোলেন মাইকেল প্রবস্ট।

১০ / ১০

বিশাল চাঁদ আরও বড় করে ক্যামেরাবন্দি করেন জার্মান আলোকচিত্রী রোনাল্ড উইটেক। ছবিটিতে চাঁদের পাহাড়, খাদ ও গর্ত দেখা যাচ্ছে।  

সূত্র: সিএনএন, স্পেস ডটকম