প্রকৃতিপ্রেমীদের কাছে ‘ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা এক বিশেষ আকর্ষণ। প্রতি বছরের মতো এবারও প্রকৃতি ও বন্যপ্রাণীর কিছু সৌন্দর্য ক্যামেরাবন্দি হয়েছে অসাধারণ কিছু ছবিতে। এ প্রতিযোগিতায় ছয়টি মহাদেশের ৪৮টি দেশ থেকে অংশ নেওয়া কয়েক হাজার প্রতিযোগীর কাছ থেকে ১৪টি ক্যাটাগরিতে ছবি জমা পড়ে। প্রতিযোগিতা শেষে সম্প্রতি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখান থেকে বিশ্বসেরা ১০টি ছবি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশিত হলো।
১. দৌড় প্রতিযোগিতা
ওয়ার্ল্ড নেচার ফটোগ্রাফার অব দ্য ইয়ার খেতাব জিতেছে স্লোভেনিয়ার রাডেনসি শহরের ফটোগ্রাফার মারুসা পুহেক। তাঁর তোলা ‘রান’ শিরোনামের এ ছবিটি সব ক্যাটাগরি মিলিয়ে সেরা ছবির তকমা পেয়েছে। ছবিতে বরফ ঢাকা আঙুরক্ষেতের ভেতর দুটি হরিণকে দৌড়াতে দেখা যাচ্ছে।
২. লাফালাফি খেলা
ছবিটি তোলা হয়েছে কানাডার আলবার্টার ল্যাক লা বিচের জঙ্গলে। এতে একটি শিয়াল শাবককে মনের আনন্দে লাফাতে দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন ডোনা ফেলিদিচুক।
৩. উড়তে নেই মানা
ছবিটিতে নীল-দাগযুক্ত মাডস্কিপার নামে একটি উভচর মাছ দেখা যাচ্ছে। এ মাছগুলো কাদার মধ্যে লাফালাফি করতে খুব ভালোবাসে। পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমের রোবাক বে থেকে ছবিটি তুলেছেন জর্জিনা স্টেটলার।
৪. হিমবাহের ফাটল
অস্টফোনা হিমবাহটি নরওয়ের স্যালবার্ড দ্বীপপুঞ্জের নর্ডাস্টল্যান্ডে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে ইউরোপের তৃতীয় বৃহত্তম হিমবাহ। এই ছবিটি তুলেছেন টমাস বিজয়ন। ছবিটিতে হিমবাহের ফাটল থেকে বরফ গলার দৃশ্য দেখা যাচ্ছে।
৫. মাছের ঝাঁক ও দুই শিকারি
একজোড়া করমোরেন্ট বা পানকৌড়ি পানির নিচে ডুব দিচ্ছে। বিশাল মাছের ঝাঁক থেকে ওরা শিকার ধরবে। ডুব সাঁতারে এরা খুব দক্ষ। পায়ের আঙ্গুলগুলো হাঁসের মতো জোড়া লাগানো থাকায় এদের শিকার ধরতে সুবিধা হয়। ছবিটি তুলেছেন ফ্রেসিয়া পেং।
৬. মোহময় জুটি
দুটি উজ্জ্বল রঙের ল্যাটার্নফ্লাইস বিশ্রাম নিচ্ছে। দেখে মনে হচ্ছে, দুটি ময়ূর বসে আছে। এদের শরীর সবুজ, কমলা এবং হলুদ রঙে মেশানো। মোহনীয় ছবিটি ক্যামেরাবন্দি করেছে খাইচুইন সিম।
৭. দিগন্ত
যুক্তরাষ্ট্রের মন্টানার হায়ালাইট লেক থেকে তোলা অরোরা ও মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি। এটি তুলেছেন জেক মোশার।
৮. দ্রুতগামী প্যাঁচা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় ছুটে চলা একটি গাড়ির সামনে দিয়ে উড়ে যাচ্ছে একটি সুন্দর ধূসর প্যাঁচা। ছবিটি তুলেছেন এলিজাবেথ ইচেং শেন।
৯. ফাইভ-ষ্টার মিল
পল গোল্ডস্টেইনের তোলা ছবিতে দেখা যাচ্ছে, পাঁচটি চিতা একটি আফ্রিকান হরিণকে ঘিরে আছে। চিতাগুলো ওকে খাওয়ার অপেক্ষায়।
১০. রকেট পাখি
দুবাইয়ের আল কুদরা হ্রদে তোলা এই ছবিতে একটি হুপো পাখিকে দেখা যাচ্ছে। মুখে শিকার। বিকালের সূর্যের আলোয় পাখিটি রকেট মনে হচ্ছে। ছবিটি তুলেছেন হারমিস ভ্যালিয়ান্দিল।