বাংলাদেশের জনপ্রিয় কিছু আম

বাংলাকেই আমের আদিভূমি বলে মনে করেন অনেক ঐতিহাসিক। এ দেশে ৮০০ থেকে ১০০০ ভিন্ন জাতের আম রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু আম নিয়েই এ আয়োজন।

১ / ১১
ল্যাংড়া: স্বাদে-গন্ধে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় আম মনে করা হয় এই আমকে। এ যুগে এসেও জনপ্রিয়তার শীর্ষ স্থানটি ধরে রেখেছে। কাঁচা আম ভীষণ টক। ভারতের বেনারস বা বারানসি হলো এর আদি নিবাস। গোটা ভারতীয় উপমহাদেশেই এর চাষ হয়।