পৃথিবীর অদ্ভুত ৭ তথ্য

বিশ্বের সবচেয়ে বড় ফুল রাফ্লেসিয়া আর্নোল্ডিছবি: সংগৃহীত

রাফ্লেসিয়া আর্নোল্ডি
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফুল পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা রেইন ফরেস্টে। নাম রাফ্লেসিয়া আর্নোল্ডি। ফুলটি গাড়ির টায়ারের চেয়েও চওড়া হয়। ইন্দোনেশিয়ার তিনটি জাতীয় ফুলের মধ্যে এটি একটি। এর ব্যাস ৩ দশমিক ৩ ফুট। ওজন প্রায় ১১ কেজি পর্যন্ত হতে পারে। লালচে বাদামি রঙের এই ফুলের বৈজ্ঞানিক নাম Rafflesia arnoldii

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ছবি: সংগৃহীত

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে হতে পারে বজ্রপাত। সাধারণত বায়ুমণ্ডলের ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে বজ্রপাতের সৃষ্টি হয়। অগ্ন্যুৎপাতের ফলে যেসব ছাই বা ধুলো বায়ুমণ্ডলে পৌঁছায়, সেগুলো কিছু পরিমাণ স্থির তড়িৎ সৃষ্টি করে। এর ফলে ঘটে বজ্রপাত।

নিউইয়র্ক শহর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর প্রতি বছর যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে এক ইঞ্চি (২.৫ সেন্টিমিটার) করে দূরে সরে যাচ্ছে। পৃথিবীর গভীরে থাকা টেকটোনিক প্লেটের পরিবর্তনের কারণে ঘটছে এই ঘটনা।

টর্নেডো
ছবি: সংগৃহীত

টর্নেডো সাধারণত বিষুবরেখার ওপরে ও নিচে বিপরীত দিকে ঘোরে। টর্নেডো একধরনের ঝড়। অনেক সময় বাতাস ওপরে উঠে ঝড়োমেঘের সৃষ্টি করে। এই মেঘের একটি সরু অংশ মাটির কাছাকাছি থেকে ঘুরতে থাকে। চোঙের মতো দেখতে এই অংশকে বলে টর্নেডো।

সমুদ্র
ছবি: সংগৃহীত

পৃথিবীর ৯৭ শতাংশ পানিই লবণাক্ত। সাধারণত সমুদ্রের পাণিতে সোডিয়াম ও ক্লোরিনের মাত্রা বেশি থাকে। এই দুটি মৌল বিক্রিয়া করে তৈরি করে লবণ—সোডিয়াম ক্লোরাইড। পানি লবণাক্ত হওয়ার পেছনে এ লবণই মূলত দায়ী।

হিমালয় পর্বতমালা
ছবি: সংগৃহীত

হিমালয় পর্বতমালা প্রতিবছর আধা ইঞ্চি (১.৩ সেন্টিমিটার) করে বাড়ে। প্রায় ৫ কোটি বছর আগে ভারতীয় টেকটোনিক প্লেটের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ হয়। ফলে গঠিত হয় হিমালয় পর্বতমালা এবং তিব্বত মালভূমি। সেই প্রক্রিয়াটি এখনও অব্যাহত রয়েছে। তাই প্রতি বছর পর্বতশ্রেণির উচ্চতা প্রায় আধা ইঞ্চি করে বাড়ছে আজও।

পাম গাছ
ছবি: সংগৃহীত

উত্তর মেরুর পাম গাছ প্রায় ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি বছর আগে জন্মেছিল। নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটির অ্যাপি স্লুইজ এই গবেষণার নেতৃত্ত্ব দেন। তাঁরা অ্যান্টার্কটিকার গভীরে খনন করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক কিডস, উইকিপিডিয়া, রয়টার্স