নোবেল নিয়ে পাঁচ তথ্য

আলফ্রেড নোবেল: একজন নিঃসঙ্গ মানুষ

৭ অক্টোবর থেকে শুরু হবে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। যাঁর নামে ও অর্থায়নে এই পুরস্কার, সেই আলফ্রেড নোবেলকে কেউ বলেন মৃত্যুর কারবারী, কেউ বলেন শান্তির দূত। বাস্তবে কেমন মানুষ ছিলেন তিনি? আলফ্রেড নোবেলের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত পড়ুন…

অপাত্রে নোবেল!

নোবেল পুরস্কার ২০২২ এর ঘোষণা শুরু হয়েছে চলতি বছর ৩ অক্টোবরে। বিশ্বের সবার চোখ এখন এই পুরস্কারের দিকে। কারা পাচ্ছেন পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার, তা নিয়ে দেশে দেশে চলছে আলোচনা।

নোবেলজয়ী সাত পরিবার

বিজ্ঞানে নোবেল পেয়েছেন অনেকেই। তবে এর মাঝে সাত পরিবারের কথা আলাদা করে বলতে হয়। দুই প্রজন্ম ধরে নোবেল পুরস্কার ঘরে তুলেছে এই পরিবারগুলো। প্রায় এক শতাব্দীতে মাত্র সাত পরিবার, বিষয়টি কত কঠিন এবং বাবা-মা পেলেই সন্তান পাবেন, এমন সম্ভাবনা কত কম, তা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই। তারচেয়ে চলুন, এই সাত পরিবারের কথা জেনে নিই সংক্ষেপে।

নোবেল বঞ্চিত বাঙালির কথা

বছর ঘুরে আবার এল অক্টোবর মাস। আর অক্টোবর মানেই নোবেল পুরস্কার। বহুল প্রতীক্ষিত এ পুরস্কারের অপেক্ষায় গোটা বিশ্বের সবাই। এ সময়ে আরও একবার পড়ে নিন নোবেল বঞ্চিত বাঙালিদের কথা।

চার বিজ্ঞানীর দুই নোবেল

কেউ কেউ পৃথিবী জয় করতেই জন্ম নেন। তাঁদের অবদানে ভাস্মর হয় সভ্যতা। তাঁদের কথা লেখা থাকে ইতিহাসে স্বর্ণাক্ষরে। এমনই চারজন বিজ্ঞানী নোবেল পেয়েছেন একাধিকবার। তাঁদের কথা সংক্ষেপে জানুন এই লেখায়…