বিশুদ্ধ পানি থেকে বৃষ্টির পানি তৈরি হয়, যার অধিকাংশই সাগর থেকে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে। মেঘ ঠান্ডা হলে বৃষ্টি আকারে পড়ে। এটা পানিচক্রের অংশ। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয়, কিন্তু লবণ সমুদ্রের পানিতেই দ্রবীভূত থেকে যায়। বৃষ্টির পানি লবণাক্ত নয়, তবে দৈনন্দিন খাবার পানির চেয়ে বৃষ্টির পানির স্বাদ ভিন্ন হতে পারে। কারণ, বৃষ্টির ফোঁটা বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় তাতে ধুলা ও অন্যান্য কণা মিশে যেতে পারে।
কুয়াশা কীভাবে তৈরি হয়
কুয়াশা একধরনের মেঘ, যা মাটির কাছাকাছি থেকে উৎপন্ন হয়। জলীয় বাষ্পযুক্ত গরম বাতাস ঠান্ডা হলে বাতাসের তাপমাত্রা কমার কারণে জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত হয়। এই পানির ফোঁটাই বাতাসে কুয়াশার মতো ঝুলে থাকে।
সমুদ্রের পানি কেন লবণাক্ত?
অত্যন্ত পরিচিত খনিজগুলোর মধ্যে একটি হলো লবণ (সোডিয়াম ক্লোরাইড)। এটি প্রাকৃতিকভাবে পাথরে পাওয়া যায় এবং খুব সহজেই পানিতে দ্রবীভূত হয়। বৃষ্টির পানি পাথরে থাকা লবণকে দ্রবীভূত করে। ফলে বৃষ্টির পানি লবণকে ধুয়ে নদীতে ফেলে এবং নদী থেকে সেই লবণ সাগরে চলে যায়।