২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ দল। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক। আজ ২১ জানুয়ারি, মঙ্গলবার অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। চলতি বছর ১৭-২০ জানুয়ারি এই শহরেই আয়োজিত হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের এই আসর।
এর মধ্যে স্বর্ণপদক পেয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপের আনাড়ি দলের আরিয়েত্তি ইসলাম এবং ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপের সিরিয়াসলি ক্লুলেস দলের সদস্য নামিয়া রওজাত।
রৌপ্যপদক জিতেছে ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপের আনাড়ি দলের আরিয়েত্তি ইসলাম, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপের জিরোথ দলের নুসাইবা তাজরিন, টিম শিফু দলের প্রিয়ন্তী দাস, ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপের স্যাফ.এআই দলের হাসিন ইশরাক চৌধুরী, এ জেড এম ইমতেনান কবির এবং আবরার আবির (এই তিনজন দলগতভাবে একটা রৌপ্যপদক জিতেছে)।
ব্রোঞ্জপদক জিতেছে ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপের দ্যা স্ক্রু লুজ দলের নাফিয়া বাসার, একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপের জিরোথ দলের নুসাইবা তাজরিন, সিরিয়াসলি ক্লুলেস দলের নামিয়া রওজাত এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্যাফ.এআই দলের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির এবং আবরার আবির (তিনজন দলগতভাবে ব্রোঞ্জপদক জিতেছে)।
এ বছর বাংলাদেশ থেকে মোট ১০ সদস্যের দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়। এ দলে আছে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আরিয়েত্তি ইসলাম, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার, স্কলাস্টিকার শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, উইলিয়াম কেরি একাডেমীর শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রওজাত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী হাসিন ইশরাক চৌধুরী তাহা, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।
উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে তিন ধাপে ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজিত হয়। এই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় দুই দিনের আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। সেখান থেকে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ড বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য ১০ সদস্যের বাংলাদেশ দল নির্ধারণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দুই মাসব্যাপী ২১টি হাই পারফরম্যান্স ক্যাম্প।
২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।