চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা

২০২৩ সালে চট্টগ্রাম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলায় মঞ্চে কথা বলছেন অতিথিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। চট্টগ্রামের সব গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাকর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রের উদ্যোগে এটি আয়োজিত হচ্ছে।

এতে চট্টগ্রাম বিভাগসহ সারা দেশের প্রায় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, গবেষণাগার ও গবেষণা ইনস্টিটিউট অংশ নেবে। ১২০-এর বেশি স্টলে গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান তুলে ধরা হবে।

পাশাপাশি মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৪৭টি বিভাগ অংশগ্রহণ করছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪টি ল্যাবরেটরি ও গবেষণা ইনস্টিটিউট অংশ নেবে। আরও অংশ নেবে চট্টগ্রাম বিভাগের ১৫টি গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গবেষণা ল্যাবরেটরি এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি। গবেষণা মেলায় প্রথমবারের মতো ‘খুদে গবেষক’ পর্বে অংশগ্রহণ করছে চট্টগ্রামের স্কুলগুলো। ফ্রোবেল একাডেমি, ফুলকি ও লিডার’স স্কুল ও কলেজের খুদে গবেষক দল তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে এ মেলায়।

আরও পড়ুন
বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন

এ আয়োজনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গবেষণা মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম এবং জামাল নজরুল ইসলাম গবেষণাকেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী ‌।

মঞ্চে ‘হাইলাইটেড রিসার্চ টক’ অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন। এই দলে রয়েছেন অধ্যাপক এস এম আবে কাউসার, অধ্যাপক আমীর মোহাম্মদ নাসরুল্লাহ, অধ্যাপক লুলু ওয়াল মারজান, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক সাবিনা নার্গিস এবং অধ্যাপক এস এম সোহরাব উদ্দিন।

‘প্রাতিষ্ঠানিক আলোচনা: সম্ভাবনাময় গবেষণা’ শীর্ষক সেশনে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারির (ক্রিকস) গবেষণা কার্যক্রম উপস্থাপন করা হবে।

আরও পড়ুন
এই আয়োজনে ‘জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তারিক আরাফাত।
২০২৩ সালের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন এই মেলায়

গবেষণা মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শিশু-কিশোরদের রোবট-শো ও বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবনা পরিবেশনা। এই আয়োজনে ‘জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা’ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তারিক আরাফাত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুগলের সেরা বিজ্ঞানী পদকপ্রাপ্ত গবেষক ও যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসির খান।

এরপর ‘জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড’ দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামবে। এ সময় বিশেষ বক্তা হিসেবে থাকবেন লন্ডনের ওডিআই গ্লোবালের গবেষক নিকোলা জোনস। বিজয়ীদের নাম ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং পুরস্কার বিতরণ করবেন উপাচার্য, উপ-উপাচার্যরা।

এ বছর আরও থাকবে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এতে সেরা গবেষক সম্মাননা, উদীয়মান গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রকল্প, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, সেরা গবেষণা শিক্ষার্থী, সেরা বই প্রকাশনা এবং সেরা উদ্ভাবনসহ মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)। সহযোগিতায় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তর এবং বিজ্ঞান অনুষদ। মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।

আরও পড়ুন