উপকূলের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়াতে বাগেরহাটের রামপালে আয়োজিত হলো স্টেম ফেস্ট। গত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রামপালের পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠান আয়োজিত হয়। রামপাল উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ মেয়ে-শিক্ষার্থী এতে অংশ নেয়।
আয়োজনে অংশ নেওয়া স্কুলগুলো হলো পেড়িখালি মডেল হাইস্কুল, বড়কাটালি বহুমুখী হাইস্কুল, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় এবং পেড়িখালি দাখিল মাদ্রাসা।
‘স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া’ শিরোনামের একটি প্রকল্পের অধীনে আয়োজিত হয় এই ফেস্ট। এতে দিনব্যাপী প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, রোবটিকস প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্তভাবে অংশ নেয়।
এ আয়োজনে রোবটিক্স ও প্রোগ্রামিং নিয়ে পোস্টার তৈরি করেছে রামপাল উপজেলার পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রতিভা রায়। রোবটিক্স কিট দিয়ে লাইন ফলোয়িং রোবট কার তৈরি করার চেষ্টা করেছে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম। পেড়িখালি মাদ্রাসার ৬ মেয়ে-শিক্ষার্থীও তাদের তৈরি স্বয়ংক্রিয় লাইট তৈরি করে প্রজেক্ট উপস্থাপন করে পুরস্কার জিতে নেয়। এরকম আরও ১৬টি প্রকল্প ও পোস্টার উপস্থাপন করে এসব স্কুলের শিক্ষার্থীরা।
ফেস্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, স্টেম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ, পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব শেখ সুলতান, বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি রায়, পেড়িখালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা এবং অন্যান্য স্কুলের শিক্ষকরা।
অনুষ্ঠানে আফতাব আহমেদ বলেন, ‘ফেস্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন নিয়মিত করতে পারলে শিক্ষার্থীদের ধারাবাহিকতা ধরে রাখা যাবে।’
আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই ফেস্ট আয়োজিত হয়।