ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব ২৮ ফেব্রুয়ারি

ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের উদ্বোধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ মার্চ, ২০২৩ছবি: আশরাফুল আলম

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব। আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (আইইউবি) এই অলিম্পিয়াড আয়োজিত হবে। শুধু আঞ্চলিক পর্বের বিজয়ীরা এতে অংশ নিতে পারবে। 

২৮ ফেব্রুয়ারি সকাল ৭.৩০-৮.৩০টার মধ্যে শিক্ষার্থীদের ভেন্যুতে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর শুরু হবে পরীক্ষা। বিস্তারিত শিডিউল এখনও অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে জানানো হয়নি। শিক্ষার্থীরা মোট চারটি ক্যাটাগরিতে জাতীয় পর্বে অংশ নেবে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে ‘ডি’ ক্যাটাগরিতে।

জাতীয় পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে এরপর আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ দল। সেই দলটি চলতি বছর ১৭-২৫ জুলাই ফ্রান্সের প্যারিসে ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেবে। 

দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫।
তিনটি ক্যাটাগরিতে ফিজিক্স অলিম্পিয়াড চলছে। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

জাতীয় পর্বের শিক্ষার্থী বাছাই করা হয়েছে আঞ্চলিক পর্বের মাধ্যমে। সারা দেশে মোট ১৪টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয়। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত হবে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব। 

এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। জাতীয় পর্ব আয়োজনে সহযোগিতা করছে আইইউবি। 

দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫।

ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানা যাবে bdpho.org ওয়েবসাইটে।