ড্যাফোডিলে মহাকাশ বিষয়ক ডকুমেন্টারি নির্মাণের সেমিনার অনুষ্ঠিত

আয়োজিত হলো মহাকাশ বিষয়ক ডকুমেন্টারি নির্মাণের সুযোগ ও চাহিদা নিয়ে সেমিনার। গত ১২ মার্চ, বুধবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিকস সেন্টারে এ সেমিনার আয়োজিত হয়। প্রায় ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। 

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ উইংসের প্রতিষ্ঠাতা আবির মল্লিক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর আসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীব এবং জনপ্রিয় বিজ্ঞানবক্তা আসিফ। তাঁরা মহাকাশ বিষয়ক ডকুমেন্টারি নির্মাণের পদ্ধতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সমুদ্রের নিচের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির চ্যালেঞ্জিং পেশার অভিজ্ঞতাও তুলে ধরেন। তাঁরা জানান, ক্রিয়েটিভ উইংস বিগত এক যুগ ধরে এডুটেনমেন্ট ও ইনপুটটেনমেন্ট নির্মাণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

অতিথিরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিকস সেন্টার পরিদর্শন করেন এবং তাদের তৈরি কিছু ডকুমেন্টারি প্রদর্শন করেন। শিক্ষার্থীদের AR/VR ও 3D অ্যানিমেশন দক্ষতাকে কীভাবে মহাকাশবিষয়ক ডকুমেন্টারি নির্মাণে কাজে লাগানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিকস সেন্টারের পরিচালক অধ্যাপক আরিফ আহমেদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার সুযোগ তৈরি করা এবং বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে দেশের প্রথম অ্যাস্ট্রোফিজিকস সেন্টার। ২০২৩ সালের ২৮ নভেম্বর সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সেন্টার উদ্বোধন করা হয়। এখানে ১০ ইঞ্চি রিফ্লেক্টিং টেলিস্কোপসহ বেশ কয়েকটি টেলিস্কোপ রয়েছে, যা আকাশ পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে। সেন্টারে নিয়মিত বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সম্প্রতি এখানে ডার্ক ম্যাটার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, সপ্তাহে দুই দিন বিজ্ঞানবক্তা আসিফ শিক্ষার্থীদের জন্য সেশন নেন। এই সেশনে বিজ্ঞানের নানা কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পান। অন্যান্য দিন বিভিন্ন মহাকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সেন্টারের এসব কার্যক্রম ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে এবং জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি করছে।