অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় স্টারগেজিং বা নক্ষত্র পর্যবেক্ষণ ক্যাম্প। গত ২৪ ও ২৫ নভেম্বর টেলিস্কোপ বাংলাদেশ অয়োজিত এই মিলনমেলা বসে গাজীপুরের বেনু ভিটা অবজারভেটরিতে। এটি বাংলাদেশের প্রথম বেসরকারি মানমন্দির। ক্যাম্পে টেলিস্কোপ ও দুরবিনের মাধ্যমের মহাকাশপ্রেমীরা চাঁদ, আশপাশের গ্রহ ও শীতের আকাশের নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন।
এই মানমন্দিরের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু। ভবিষ্যতে দেশ-বিদেশের আরও বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান গবেষকদের এই মানমন্দিরে নিয়ে আসতে চান তিনি। হয়তো এখানে ভবিষ্যতে গড়ে উঠবে মহাকাশ গবেষণা কেন্দ্র, এমনটাই তাঁর প্রত্যাশা। এই আয়োজনে ‘MEADE LX600 14’ নামের টেলিস্কোপ ব্যবহৃত হয়। ফলে সবকিছু মিলিয়ে এ আয়োজন রূপ নেয় বিজ্ঞানপ্রেমীদের মিলনমেলায়। আকাশ পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের টেলিস্কোপ এবং বাইনোকুলার প্রদর্শনীরও ব্যবস্থা ছিল ক্যাম্পে।
টেলিস্কোপ বাংলাদেশ সংগঠনটি দেশের জনসাধারণের মাঝে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যাকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে ২০১৯ সাল থেকে। তাদের লক্ষ্য, মহাকাশ ও জ্যোতির্বিদ্যার ওপর বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা যেন একসঙ্গে এক জায়গায় বসে কাজ করতে পারে, সেরকম পরিবেশ গড়ে তোলা।