সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজের প্রাথমিক পর্বের ফলাফল প্রকাশ

সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজের অনলাইন পর্বের ফলাফল প্রকাশিত হলো। এতে প্রাথমিকভাবে দুই লেভেল থেকে মোট ১০০ জন নির্বাচন করা হয়েছে। প্রতি লেভেল থেকে নির্বাচিত হয়েছেন ৫০ জন। এ ছাড়াও প্রতিটি লেভেলে আরও ১০ জনকে বিশেষ বিবেচনায় নির্বাচন করা হয়েছে। তাঁদের নাম আগামী ২৯ অক্টোবর, মঙ্গলবার প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে। জানতে চোখ রাখুন বিজ্ঞানচিন্তার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপ এবং গ্যোটে-ইনস্টিটিউটের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

নির্বাচিতরা আগামী ২ নভেম্বর, শনিবার রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এই পর্বে সরাসরি পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে একটি লিখিত কুইজ ও দ্বিতীয় ধাপে মৌখিক কুইজের মাধ্যমে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। ভেন্যুর পূর্ণ ঠিকানা: নওয়াব আলী অডিটরিয়াম, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, হাউস: ৯৬, রোড: ১১/এ, ধানমন্ডি, ঢাকা। (গুগল ম্যাপ লোকেশন: maps.app.goo.gl/Az2VDdvuqLgBkwwVA)

চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্য থেকে সেরাদের সেরা পাবেন একটি লাখ টাকা দামের টেলিস্কোপ। পাশাপাশি সেরা তিনজনের জন্য থাকবে গ্র্যান্ড প্রাইজ, সায়েন্স কিট ও সার্টিফিকেট এবং পরের ১৭ জনের জন্য থাকবে সায়েন্স কিট ও সার্টিফিকেট। এ ছাড়া সেরা ১০০ জনের সবাই পাবেন গ্যোটে গুডিজ, গ্যোটে-ইনস্টিটিউট ফ্রি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ও বিজ্ঞানচিন্তা। (বিজয়ীদের নামের তালিকা নিচে দেওয়া হলো।*)

গত ১৫ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হয় এ কুইজের অনলাইন পর্ব। শেষ হয় ২৫ অক্টোবর, শুক্রবার। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা দুটি বিভাগে ভাগ হয়ে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা (৭ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা) অংশ নিয়েছে লেভেল ১-এ। আর ১৯ থেকে ২৪ বছর বয়সীরা (বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা) লেভেল ২-এ অংশ নিয়েছে।

এ কুইজ আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’-এর অংশ হিসেবে। ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে উদ্‌যাপিত এই ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং এর সহযোগী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে। ১ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘নেট জিরো এবং সার্কুলার ইকোনমি’। এ উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৬টি বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারেন। এই উৎসবের অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’।

সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর লোকাল পার্টনার হিসেবে আরও আছে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), কিশোর বাতায়ন (কানেক্ট), আলোকিত হৃদয় ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, নেটজ বাংলাদেশ, পাশ-স্কুলস: পার্টনারস ফর দ্য ফিউচার, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস) এবং মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ইন চিটাগং।

লেভেল ১-এ নির্বাচিত সেরা ৫০ জনের তালিকা

১. মো. তাহমিদ

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

২. লিপা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

৩. রিদওয়ান সিফাত

গভ. মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা

৪. নুপুর

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

৫. মোসাম্মাৎ আফিয়া ফাহমিদা আনিকা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

৬. মো. সারিম খান

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

৭. মোসা. লুবাবা তাবাসসুম নীরা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

৮. ফাহোমিদ হাসান সিয়াম

সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা

৯. নাবিলা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১০. কৃষ্ণ

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১১. আফরিন আখতার ঐশি

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১১. নওশাদ ইসলাম নোমান

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

১২. মোসা. কাশফিয়া

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১৩. মোসা. সুবর্ণা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১৪. মিশু

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১৫. রিফাত

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১৬. রেজাউল

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

১৭. মো. সালমান ফারসি

সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা

২৮. মাহির ফয়সাল

লোহাগড়া গভ. পাইলট হাই স্কুল, নড়াইল

১৯. আরাফাত

খুলনা পাবলিক কলেজ

২০. মো. ফাহিম দেওয়ান

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা

২১. সাদমান

বারুয়াহাট হাইস্কুল, রংপুর

২২. নাঈম

আমতলি গভর্নমেন্ট কলেজ, বরগুনা

২৩. ইলহাম সাজিদ

ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, ঢাকা

২৪. নিরব

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

২৫. মোসা. সাফিয়াতুস স্নেহা

জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর

২৬. মো. তাহসিন আহমেদ

আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর

২৭. সাজিদ মাহমুদ সৌমিক

নটর ডেম কলেজ

২৮. সিয়াম হোসেন সায়েম

জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা

২৯. তরি লাহিড়ি

আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা

৩০. মো. আবু বকর সিদ্দিক

রংপুর জিলা স্কুল, রংপুর

৩১. সাইফ

গাইবান্ধা গভ. হাই স্কুল, গাইবান্ধা

৩২. নাদিয়া সুলতানা

জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা

৩৩. মো. হোসোন

জাগো ফাউন্ডেশন স্কুল, টেকনাফ

৩৪. হাসান

জাগো ফাউন্ডেশন ডিজিটাল স্কুল, টেকনাফ

৩৫. ফাতেমা আক্তার আঁখি

জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা

৩৬. মিথিলা

আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা

৩৭. মো. আহনাফ সৈকত

রংপুর জিলা স্কুল, রংপুর

৩৮. সুমাইয়া আক্তার রত্না

জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা

৩৯. টিকলি আক্তার নাহিদা

জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা

৪০. মেহেরীন ইসলাম

আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা

৪১. এন. এ. শেখ সিয়াম

হাজী মুহম্মদ মুহসীন গভ. হাইস্কুল, রাজশাহী

৪২. আবিদ হাসান

এটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকা

৪৩. রোহান

গভ. সায়েন্স কলেজ

৪৪. নামিরা ইসলাম বীণা

জাগো ফাউন্ডেশন স্কুল, বনানী, ঢাকা

৪৫. কাশফিয়া কুঞ্জ

৪৬. মুক্তা পাল

জাগো ফাউন্ডেশন স্কুল, টেকনাফ

৪৭. নুরী আক্তার

আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা

৪৮. আহনাফ রহমান আরিক

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

৪৯. আজমীর আল রেজওয়ান

রংপুর জিলা স্কুল  

৫০. মো. আব্দুল্লাহ

জাগো ফাউন্ডেশন স্কুল, টেকনাফ

লেভেল ২: অনলাইন পর্বে নির্বাচিত ৫০ জনের তালিকা

 ১. মো. মোস্তফা মাসুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়

২. মাহমুদুর রহমান ইমন

ইনস্টিটিউট অব পাবলিক হেলথ

৩. ইফতেখার সাফিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪. শবনম সুলতানা মুসকান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস

৫. প্রজ্ঞা দাস

ইডেন মহিলা কলেজ, ঢাকা

৬. মো. মিরাজুল ইসলাম মাহিম

সরকারি তোলারাম কলেজ

৭. আনিসা খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়

৮. খন্দকার আল মাশফিক বিল্লাহ

ঢাকা মেডিকেল কলেজ

৯. মুরসালিন খান

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)

১০. বিপ্র দে

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

১১. মো. মাহফুজুর রহমান

নর্থ সাউথ ইউনিভার্সিটি

১২. ফারহানা আক্তার

সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ

১৩. সানিয়াতুন জান্নাত মিৎশু

রাজধানী আইডিয়াল কলেজ

১৪. মহিউদ্দিন আলমগীর কবির

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

১৫. মাজহারুল ইসলাম মুস্তাক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৬. মো. মাসুদুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

১৭. মো. মাফুজ ইসলাম

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৮. মো. শাহাদাত হোসেন

ঢাকা কলেজ

১৯. সাইফ আল সুফিয়ান

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

২০. সিয়াম মাসুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

২১. তাহসিন আহমেদ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ

২২. উদয় দাস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৩. আবু সুফিয়ান

সরকারি তিতুমীর কলেজ

২৪. মো. আবু তাহের মেসবাহ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

২৫. ফাহিম আক্তার

ঢাকা কলেজ

২৬. মো. মাহির মশিয়ার

ময়মনসিংহ মেডিকেল কলেজ

২৭. মো. শাহাদত হোসেন স্বপন

ঢাকা বিশ্ববিদ্যালয়

২৮. মো. রাসেদ খান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৯. ফারিয়া মোসাব্বির

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ

৩০. তাসনিম আলম

কুমিল্লা মেডিকেল কলেজ

৩১. ফারিহা আহমেদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

৩২.তাসনুভা হেলাল বিদিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়

৩৩. রনি ইসলাম

ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট

৩৪. ফারহান শাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়

৩৫. তীলক দেবনাথ

ঢাকা কলেজ

৩৬. সাজিদ হাসান শুভ

গ্যালাক্সি স্কুল

৩৭. মাহমুদ সিনদীদ ইকরাম,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

৩৮. শেখ মাহমুদুল হাসান

টেকনিৎসে হোসচুল ইঙ্গোলসটাৎ (Technische Hochschule Ingolstadt)

৩৯. লাবিবা মুমতাহীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪০. সাজিদা সুলতানা বৃষ্টি

বেগম বদরুন্নেসা সরকারি বালিকা কলেজ

৪১. আনিসা খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়

৪২. ফয়সাল হাসান মাহমুদ

ছিপাতলী কামিল মাদ্রাসা

৪৩. খন্দকার আল মাশফিক বিল্লাহ

ঢাকা মেডিকেল কলেজ

৪৪. মুরসালিন খান

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)

৪৫. আঁখি নূর আক্তার

নরসিংদী সরকারি কলেজ

৪৬. সাজিদুর রহমান

সাতক্ষীরা সরকারি কলেজ

৪৭. নিলয় হাওলাদার

ঢাকা বিশ্ববিদ্যালয়

৪৮. মোঃ সাজ্জাদ হোসেন রিয়াজ

কুমিল্লা আবাসিক কলেজ

৪৯. তাসকিন চৌধুরী

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল

৫০. ঐশী মনজুর

* নামে কিছু ভুলত্রুটি থাকায় সেগুলো ঠিক করে দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হলো।