বর্ণমেলায় থাকছে বিজ্ঞানচিন্তা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত করতে যাচ্ছে বর্ণমেলা। আগামীকাল ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এই বর্ণমেলা অনুষ্ঠিত হবে।

বর্ণমেলায় থাকবে বিজ্ঞানচিন্তার স্টল। সেখানে সুডোকু, পাজল, ট্যানগ্রাম, কুইজ, ছবি দেখে বিজ্ঞানী চেনা, দুই চালে মাতসহ আরও আকর্ষণীয় সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে দর্শনার্থীরা। বিজয়ীদের জন্য থাকবে চকলেট, কেক, আইসক্রিম, বিজ্ঞানচিন্তাসহ আকর্ষণীয় সব পুরস্কার। এসব আয়োজনে অংশগ্রহণ করে দিনব্যাপী যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে, তাদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সবগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে বিনামূল্যে।

আরও পড়ুন
আরও থাকবে বর্ণ-রঙের খেলা, গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট বা মাপেট শো এবং বর্ণের ডাকটিকিট প্রদর্শনীর মতো আকর্ষণীয় বিষয়।
মস্ত বড় ‘অ’। রাঙাতে হবে রঙে। শিশুরা তাই ব্যস্ত। ছবিটি ঢাকার বর্ণমেলা থেকে তোলা
ছবি: জাহিদুল করিম

দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজন, যা এ প্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকবে বর্ণের নকশা তৈরির প্রতিযোগিতা ‘বর্ণ কারিগর’, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ‘বর্ণলিখন’, ছবি আঁকার প্রতিযোগিতা ‘বর্ণাঙ্কন’, প্রিয়জনের (দাদা–দাদি, নানা–নানি) কাছে চিঠি লেখা প্রতিযোগিতা এবং ‘ফিরে যাই দুরন্ত শৈশবে মেতে উঠি গানের উৎসবে’ আয়োজন। আরও থাকবে বর্ণ-রঙের খেলা, গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট বা মাপেট শো এবং বর্ণের ডাকটিকিট প্রদর্শনীর মতো আকর্ষণীয় বিষয়। এ ছাড়া থাকবে প্রথমা বইয়ের দুনিয়া, বই বর্ণালি এবং কিশোর আলো। দেশ সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। এ আয়োজনের প্রচার সহযোগী এটিএন বাংলা।