শিগগিরিই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫। ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
অলিম্পিয়াডে অংশ নিতে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। নিবন্ধন ফি ৩০০ টাকা। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করা যাবে এই লিংক থেকে: registration.bdbo.net। নিবন্ধন সম্পন্ন হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে। নিবন্ধন নম্বর ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কও চলে আসবে।
শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে—জুনিয়র ক্যাটাগরি (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি)। পাশাপাশি যারা ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না এবং ২০ বছরের কম বয়সী বাংলাদেশি, তারা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা হবে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে। আঞ্চলিক ও জাতীয়—এই দুই পর্বে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অলিম্পিয়াড। প্রথমে দেশব্যাপী ১০টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। সেখান থেকে বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। এরপর জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত হবে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সূচী
১০ মে ২০২৫: সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম
১০ মে ২০২৫: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
১৬ মে ২০২৫: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা দক্ষিণ
১৬ মে ২০২৫: হাজী মোহাম্মদ দানেশ বি.প্র.বি, দিনাজপুর, রংপুর
১৭ মে ২০২৫: খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
১৭ মে ২০২৫: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তর
২৩ মে ২০২৫: বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
২৩ মে ২০২৫: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
২৪ মে ২০২৫: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
২৪ মে ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
জাতীয় পর্বের পরে অনুষ্ঠিত হবে প্রথম ক্যাম্প। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজনকে বাছাই করা হবে। তারাই ফিলিপাইনের কুইজন শহরে অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহায়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দেবে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।