১৬তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দুটি রৌপ্যপদক ও একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ। পোল্যান্ডের খজভে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ১৬তম আসর বসে ১২ থেকে ২০ আগস্ট পর্যন্ত। স্থানীয় সময় শনিবার এ আসরের পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
রৌপ্যপদকজয়ী দুজন হলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আদনান বিন আলমগীর এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী রিতম সরকার অয়ন। অন্যদিকে রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. বায়োজিদ বোস্তামি পেয়েছেন ব্রোঞ্জপদক।
এ ছাড়াও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দলে প্রতিযোগী হিসেবে ছিলেন মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী আদিবা আমীরা সিদ্দিকা এবং যুক্তরাজ্যের ইটন কলেজের শিক্ষার্থী অর্ণব দত্ত। দলনেতা হিসাবে সঙ্গে ছিলেন ফাহিম রাজিত হোসাইন।
এর আগে, সারাদেশ থেকে শিক্ষার্থীদের বাছাই করার লক্ষ্যে আয়োজিত হয় বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হয় জাতীয় উৎসব। এ উৎসব গত ১০ মার্চ রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আয়োজিত হয়। জাতীয় পর্ব ও জাতীয় ক্যাম্প থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয়েছে এবারের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দল। এ দলটিই পোল্যান্ডের খজভে অনুষ্ঠিতব্য ১৬তম আসরে অংশ নেয়।
বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আয়োজন করে বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। সহযোগিতায় ছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও আইইউবির অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপ (ARGI)।