গণিত অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক উৎসব শেষ হলো। গত ২৪ জানুয়ারি, শুক্রবার রাজধানীর মিরপুরের গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে এ উৎসব আয়োজিত হয়। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার শিক্ষার্থীরা এ পর্বে অংশ নেয়।
ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিতের অধ্যাপক আবদুল হাকিম খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানাসহ আরও অনেকে।
সকাল সাড়ে আটটায় শুরু হয় এ উৎসব। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর চার ক্যাটাগরির শিক্ষার্থীদের নিয়ে তিন ধাপে হয় পরীক্ষা। বিকেল চারটায় শেষ হয় এ আয়োজন।
অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় চার ক্যাটাগরিতে—প্রাইমারি (৩য়-৫ম বা সমমান), জুনিয়র (৬ষ্ঠ-৮ম বা সমমান), সেকেন্ডারি (৯ম ও ১০ম) এবং হায়ার সেকেন্ডারি (১১শ ও ১২শ) শ্রেণি।
এর আগে, প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে বাছাই অলিম্পিয়াডে অংশ নেয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে এখন দেশের ১৫টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ১২তম আঞ্চলিক পর্ব হিসেবে অনুষ্ঠিত হয় ঢাকা পর্ব। আজ ২৫ জানুয়ারি, শনিবার সিলেটে আয়োজিত হচ্ছে সিলেট আঞ্চলিক গণিত উৎসব। আর বাকি দুটি উৎসব আয়োজিত হবে ৩১ জানুয়ারি, ময়মনসিংহ ও ফেনী অঞ্চলে।
এরপর এই ১৫টি আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী ৭-৮ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে। সেখান থেকে বিজয়ী বাছাই করে আয়োজিত হবে ক্যাম্প। সেই ক্যাম্প থেকে বাছাই করা হবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। সেই দলটি চলতি বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
‘গণিত শেখ, স্বপ্ন দেখ’ স্লোগানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসব আয়োজন করে আসছে। এতে পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনা করছে প্রথম আলো। এই আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ছিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।