উপকূলের শিক্ষার্থীদের জন্য সাতক্ষীরায় স্টেম ফেস্ট আয়োজিত

উপকূলের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়াতে সাতক্ষীরায় আয়োজিত হলো স্টেম ফেস্ট। গত ১২ ফেব্রুয়ারি, বুধবার সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটি আয়োজিত হয়। তালা উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী এতে অংশ নেয়।

আয়োজনে অংশ নেওয়া স্কুলগুলো হলো শহীদ কামেল মডেল হাই স্কুল, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, জাগরণী মাধ্যমিক বিদ্যালয় এবং সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়।

‘স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া’ শিরোনামের একটি প্রকল্পের অধীনে আয়োজিত হয় এই ফেস্ট। এতে দিনব্যাপী প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, রোবটিকস প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্তভাবে অংশ নেয় প্রায় ১৫০ জন শিক্ষার্থী।

এ আয়োজনে মোটর ও সার্কিট দিয়ে রোবোকার তৈরি করে চালিয়েছেন শহীদ কামেল মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোহনা রায় ও তার দল। কোড দেওয়ার পর রোবোকার চলতে শুরু করলে মোহনা ও তার দল উচ্ছসিত হয়। অন্যদিকে স্ক্র্যাচ প্রোগ্রামিং ব্লকের সাহায্যে অ্যানিমেশন ক্যারেক্টারের বানিয়ে তুমুল আনন্দিত আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঐশী। এরকম আরও ১৮টি বিজ্ঞান প্রকল্প ও ২২টি পোস্টার উপস্থাপনা নিয়ে আসে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মধ্যে বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি এবং প্রযুক্তিবিষয়ক কর্মক্ষেত্রের জন্য দক্ষ লোকবল গড়ে তোলার লক্ষ্যে তালা উপজেলার শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে আয়োজিত হয় এই স্টেম ফেস্ট।

ফেস্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল, শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ।

মো. রাসেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।’

আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই ফেস্ট আয়োজিত হয়।