অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত হবে এই অলিম্পিয়াড। শুধু অঞ্চলিক পর্বের নির্বাচিত শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবে।
শুক্রবার সকাল ৭.৩০টায় শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। চলবে সাড়ে ১০টা পর্যন্ত। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। জাতীয় পর্বের ফিজিক্স অলিম্পিয়াডে শিক্ষার্থীরা মোট চারটি ক্যাটাগরিতে অংশ নেবে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে ‘ডি’ ক্যাটাগরিতে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ২টা থেকে এক ঘণ্টা চলবে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের পরিচালক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক আরশাদ মোমেন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান আ ফ ম ইউসুফ হায়দার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে রাশিয়ান হাউজের পরিচালক পাভেল এ. ডোয়াইচেনকভ, এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আব্দুর রহমান, বাংলাদেশ অ্যান্ড নেপাল অক্সফোর্ড একিউএ-এর কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, পিয়ারসন বাংলাদেশের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস সিগমা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোসা. নাদিয়া আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ২টা থেকে এক ঘণ্টা চলবে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের পরিচালক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক আরশাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় শুরু হবে পুরস্কার বিতরণী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পদার্থবিদ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাসান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, গীতিকার কবির বকুল, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক আরশাদ মোমেন। এই পর্বে সভাপতিত্ব করবেন এআইইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক শফিউল ইসলাম।
জাতীয় পর্ব শেষে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে ক্যাম্প। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ দল। সেই দলটি চলতি বছর ১৭-২৫ জুলাই ফ্রান্সের প্যারিসে ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেবে।
জাতীয় পর্বের শিক্ষার্থী বাছাই করা হয়েছে আঞ্চলিক পর্বের মাধ্যমে। সারা দেশে মোট ১৪টি আঞ্চলিক উৎসব আয়োজিত হয়। সেখান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব।
এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। জাতীয় পর্ব আয়োজনে সহযোগিতা করছে আইইউবি।
দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে চলছে ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫।
ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানা যাবে bdpho.org ওয়েবসাইটে।