বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ফলাফল প্রকাশ

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে।ফাইল ছবি: প্রথম আলো

১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্ব শেষ হলো। গত ১৩ সেপ্টেম্বর, সোমবার সকাল দশটায় সারা দেশে অনলাইনে এ অলিম্পয়াড আয়োজিত হয়। ফলাফল ঘোষণা করা হয় ১৬ সেপ্টেম্বর, সোমবার। পরীক্ষা শেষে ১১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল মেডেল ও সার্টিফিকেট।

এই বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃত কিছু শিক্ষার্থী নিয়ে ২০ সেপ্টেম্বর, শুক্রবার আয়োজিত হবে ক্যাম্প সিলেকশন টেস্ট। সেখান থেকে আরেক ধাপে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ২১-২২ সেপ্টেম্বর দুই দিনের ক্যাম্প আয়োজিত হবে। সেই ক্যাম্প থেকে বাছাই করা হবে সেরা ৬ শিক্ষার্থীকে। তারাই ডিসেম্বরে রোমানিয়ায় অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ফলাফল ঘোষণা করা হয় ১৬ সেপ্টেম্বর, সোমবার। পরীক্ষা শেষে ১১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল মেডেল ও সার্টিফিকেট।

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে এই অলিম্পিয়াডের পরীক্ষা নেওয়া হয়। আইজেএসওতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অনুর্ধ্ব ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। ৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নেয়। পাশাপাশি ১ জানুয়ারি ২০০৯ সালের পরে জন্ম, এমন একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশ নিয়েছে এ অলিম্পিয়াডে।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ৪টি ক্যাটাগরিতে। প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (একাদশ, ১ জানুয়ারি ২০০৯-এর পর যাদের জন্ম)।

আরও পড়ুন
বিডিজেএসওর ফলাফল প্রকাশের ঘোষণা
সূত্র: বিডিজেএসও

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে এ অলিম্পিয়াড। আয়োজনের টাইটেল স্পন্সর আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি। ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org ওয়েবসাইটে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে [email protected] ই–মেইলে।

১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ফলাফলের লিংক:

https://online.bdjso.org/result/online2024।