সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে চলছে বার্ষিক জাতীয় বিজ্ঞান উৎসব। রাজধানীর লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরীতে এ উৎসব শুরু হয়েছে গত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তিন দিনের এই উৎসব শেষ হবে আজ ২২ ফেব্রুয়ারি। উৎসবে প্রায় ৩৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এটি সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত ৬৮তম এসজিএইচএসসি বার্ষিক ও ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব। এবারের মূল প্রতিপাদ্য, ‘আজকের উদ্ভাবন আগামীর সুরক্ষা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হলিক্রস ব্রাদার্স-এর সেন্ট জোসেফ প্রভিন্সের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস গোমেজ সিএসসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরীর অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি।
এ সম্পর্কে ব্রাদার প্লাসিড পিটার রিবেরু বলেন, ‘সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি করা। এই বিদ্যাপীঠ আয়োজিত বিজ্ঞানমেলা এক বিশাল মহোৎসব, যেন বিজ্ঞানভিত্তিক জ্ঞান চর্চার এক বিশাল দিগন্ত।’
উৎসবে অলিম্পিয়াড, দুই ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট, বিজ্ঞানবিষয়ক ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা, গেম ইভেন্ট: হান্ট দ্য পিরিয়ডিক টেবিল ও মিউজিয়াম স্পেসিমেন্ট আইডেন্টিফিকেশনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। মোট ৫টি গ্রুপে অংশ নেয় শিক্ষার্থীরা। তৃতীয়-চতুর্থ শ্রেণির জন্য কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির জন্য জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির জন্য সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ছিল কলেজ গ্রুপ।
উৎসবের প্রথম দিন, ২০ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয় অলিম্পিয়াড ডে। প্রজেক্ট সেটআপ, বিজ্ঞানবিষয়ক দেয়ালিকা জমা, প্রজেক্ট আইডিয়া ড্রয়িং, অরিগামি, প্রজেক্ট আইডিয়া প্রেজেন্টেশন, জেনারেল সায়েন্স অলিম্পিয়াডসহ ফিজিকস অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড ও রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন হয় ৩টায়।
২২ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিন ছিল বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনী। প্রজেক্টগুলো মূল্যায়ন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক। আর আগামীকাল ২৩ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞানায়োজন।
এ উৎসব আয়োজন করছে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরীয়ান সায়েন্স ক্লাব। উৎসবের প্রধান পৃষ্টপোষক মাল্টিফ্যাবস লিমিটেড, সহযোগী পৃষ্টপোষক লেকচার পাবলিকেশন্স লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন এবং বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।