কুষ্টিয়া জিলা স্কুলে আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড

কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান প্রজেক্ট

কুষ্টিয়ায় আয়োজিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড। কুষ্টিয়া জিলা স্কুলে এই অলিম্পিয়াড আয়োজিত হবে আগামী ১৪-১৫ মার্চ। এতে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে।

বিজ্ঞান অলিম্পিয়াডে থাকবে একক ও দলীয় প্রতিযোগিতা। একক প্রতিযোগিতার মধ্যে রয়েছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আইকিউ অলিম্পিয়াডসহ রুবিকস কিউব, সায়েন্টিফিক ফটোগ্রাফি এবং আর্ট ওয়ার্ক। আর দলীয় প্রতিযোগিতায় থাকবে বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান দেয়ালিকা, সায়েন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্টসহ আরও অনেক কিছু।

রুবিকস কিউব, সাইন্টিফিক আর্ট ওয়ার্ক, ক্রিয়েটিভ কনসেপশন ও বিতর্ক প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উন্মুক্তভাবে অংশ নিতে পারবে। সেরাদের সেরার জন্য থাকবে আর্কষণীয় প্রাইজমানি।
কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান প্রজেক্ট

বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজকরা জানিয়েছেন, এসব প্রতিযোগিতায় অংশ নিতে হলে জনপ্রতি ৩০০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। দলীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ তিনজন দল গঠন করতে পারবে। শিক্ষার্থীরা মোট তিন ক্যাটাগরিতে অংশ নেবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (ক্যাটাগরি এ), নবম-দশম শ্রেণি ও এসএসসি ২০২৫ ব্যাচ (ক্যাটাগরি বি) এবং একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি ২০২৫ ব্যাচ (ক্যাটাগরি সি)।

বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগিরা

তবে রুবিকস কিউব, সাইন্টিফিক আর্ট ওয়ার্ক, ক্রিয়েটিভ কনসেপশন ও বিতর্ক প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উন্মুক্তভাবে অংশ নিতে পারবে। সেরাদের সেরার জন্য থাকবে আর্কষণীয় প্রাইজমানি। সঙ্গে সব ক্যাটাগরির রানারআপ ও চ্যাম্পিয়নের জন্য থাকবে ক্রেস্ট ও সনদপত্র।

এই বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করছে কুষ্টিয়া সায়েন্স রিসার্চ ক্লাব এবং গ্রেটার কুষ্টিয়া অ্যাসোসিয়েশন অব রুয়েট। সার্বিক সহযোগিতায় থাকছে কুষ্টিয়া জিলা স্কুল।

আরও পড়ুন