দ্বিতীয়বারের মতো রসায়নে নোবেল পুরস্কার পেলেন কার্ল ব্যারি শার্পলেস। এর আগে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এই রসায়নবিদ একই বিভাগে নোবেল পুরস্কার লাভ করেন।
৫ অক্টোবর, বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে, দ্য সুইডিস রয়েল একাডেমি অব সায়েন্স। যৌথভাবে রসায়ন বিভাগে ‘নোবেল পুরস্কার ২০২২’ জেতেন ক্যারোলিন আর. বের্টোজি, মর্টান মেলডালের এবং কে. ব্যারি শার্পলেস। পুরস্কারের এক-তৃতীয়াংশ করে পাবেন প্রত্যেকে। ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদানের জন্য তাঁদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
এর আগে, ২০১১ সালে রসায়নে নোবেল পান ৩ বিজ্ঞানী। কাইরাল প্রভাবকের হাইড্রোজেনেশন প্রতিক্রিয়া আবিষ্কারের জন্য এস. নোলস এবং রিওজি নয়োরিকে দেওয়া হয় অর্ধাংশ। বাকি অর্ধেক পান কার্ল ব্যারি শার্পলেস। কাইরাল প্রভাবক ব্যবহার করে জারণ ঘটানোর উপায় আবিষ্কারের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
দুইবার নোবেলজয়ী হওয়ার ঘটনা বেশ বিরল। এখন পর্যন্ত ৯৭৫ জন নোবেলজয়ীর মধ্যে দুইটি করে নোবেল পেয়েছেন মাত্র চারজন। এবারে এই তালিকায় যুক্ত হলে কে. ব্যারি শার্পলেস।
ইতিহাসে প্রথমবারে মতো দুইবার নোবেল পুরস্কার পান মেরি কুরি। ১৯০৫ সালে এবং ১৯১১ সালে যথাক্রমে পদার্থবিজ্ঞান ও রসায়নে। এরপর ১৯৫৪ সালে রসায়নে ও ১৯৬২ সালে শান্তিতে নোবেল পান লাইনাস কার্ল পাউলিং।
১৯৫৬ এবং ১৯৭২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মার্কিন পদার্থবিদ জন বারডিন। একই বিভাগে দুইবার নোবেল পাওয়া ব্যক্তি তিনিই প্রথম। এরপর রসায়নে দুইবার নোবেল পান যুক্তরাজ্যের প্রাণরসায়নবিদ ফ্রেডেরিক স্যাঙ্গার। যথাক্রমে ১৯৫৬ এবং ১৯৭২ সালে।
লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা
সূত্র: নোবেলপ্রাইজ ডট ওআরজি